সুরের ধারায়---ফুল
  2018-04-06 18:31:05  cri


বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফুল পছন্দ করেন, তাইনা! বিশ্বের সবাই নিশ্চয়ই ফুল পছন্দ করে। ফুল আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ। আমরা ফুল দিয়ে নিজেদের সাজাই, ঘরবাড়ি সাজাই; ফুল দিয়ে প্রিয় মানুষকে ভালোবাসা জানাই; আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করি এবং গান-কবিতায় ফুলের গল্প বলি, ফুলের সঙ্গে সুন্দরের তুলনা করি। আমাদের সাহিত্য-সংস্কৃতিতেও ফুল ও তার সৌন্দর্য বিভিন্নভাবে মিশে রয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা ফুল নিয়ে কয়েকটি গান শুনবো।

গোলাপ ভালোবাসার প্রতীক। প্রিয় মানুষকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো সার্বজনীন সংস্কৃতি। বিভিন্ন রঙ ও নির্দিষ্ট পরিমাণ গোলাপ দিয়ে বিশেষ অর্থও প্রকাশ করা হয়। যেমন লাল গোলাপ মানে উষ্ণ ভালোবাসা, সাদা গোলাপ মানে বিশুদ্ধ ভালোবাসা, একটি গোলাপের অর্থ 'একমাত্র ভালোবাসা', ৯৯টি গোলাপের অর্থ চিরদিনের ভালোবাসা...... মানুষ ভালোবাসা সম্পর্কিত অনেক অনুভূতি এই ফুলের মাধ্যমে প্রকাশ করে।

গোলাপের পাশাপাশি ল্যাভেন্ডারও ভালোবাসা প্রকাশে ব্যবহৃত হয়। ফ্রান্সে ল্যাভেন্ডার নিয়ে কিংবদন্তি প্রচলিত আছে। প্রাচীনকালে একটি মেয়ে বনে ফুল তোলার সময়ে একটি আহত ছেলেকে উদ্ধার করে। মেয়েটি ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার সেবাযত্ন করে। এ সময় মেয়েটি তার প্রেমে পড়ে যায়। কিছুদিন পর ছেলেটি সুস্থ হয়ে চলে যায়। যাবার সময় তার হাতে এক গুচ্ছ ল্যাভেন্ডার দেয় মেয়েটি। তারপর তার ফিরে আসার জন্য অপেক্ষা করে। তাই ল্যাভেন্ডারের অর্থ হলো, 'ভালোবাসার জন্য অপেক্ষা করা।' এই সুন্দর বেগুনি ছোট ফুলের বিশেষ গন্ধ পোকামাকড় তাড়ায় বলে প্রাচীনকাল থেকেই লোকেরা এই ফুল কাপড়চোপড়ে ব্যবহার করতো।

গার্ডেনিয়া দক্ষিণ চীনের সাধারণ একটি ফুল। বিশেষ সুগন্ধের জন্য গার্ডেনিয়া চীনে বেশ জনপ্রিয়। অনেকেই নিজের বাগান ও বারান্দায় এটি চাষ করেন। ঘরে গার্ডেনিয়া রাখলে কয়েকদিন সুগন্ধ পাওয়া যায়। এ ফুলের অর্থ 'চিরদিনের ভালবাসা ও প্রতিশ্রুতি'। সাধারণত গরমকালের শুরুতে সাদা গার্ডেনিয়া ফুল ফোটে। এ সময় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পাসের সময়। তাই চীনে গার্ডেনিয়া ফুলের বিরহ ও শুভকামনার অর্থ আছে। চীনের বিখ্যাত গান 'গার্ডেনিয়া ফোটা' স্নাতক শিক্ষার্থীদের অনুভূতির সঙ্গে জড়িত।

জেসমিন ফুল চীন ও বাংলাদেশের মানুষের খুব পছন্দের একটি ফুল। দক্ষিণ এশিয়ার মেয়ে জেসমিন ফুল দিয়ে চুল সাজায়, আর চীনারা সাধারণত জেসমিন চা পান করে। জেসমিন ফুল সম্পর্কে চীনে খুব বিখ্যাত একটি গান আছে, গানের নাম 'জেসমিন ফুল'। চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী সো চু ইং কানাডার বিখ্যাত শিল্পী সিলেন ডিওনের (Celine Dion) সঙ্গে ২০১৩ সালের বসন্ত উত্সবের অনুষ্ঠানে যৌথভাবে এই গান পরিবেশনা করেন।

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। চীনের মানুষও শাপলা খুব পছন্দ করে। গরমকালে চীনের হ্রদে বা পুকুরে হরহামেশা শাপলা ফুল দেখা যায়। শাপলা ও পদ্ম পানির নীচের কাদামাটি থেকে বের হলেও বড় হয়ে নিজের পরিচ্ছন্ন সৌন্দর্য তুলে ধরে। তাই চীনা সংস্কৃতিতে শাপলা (ও পদ্ম) বিশুদ্ধতার প্রতীক। পাশাপাশি নীল শাপলা ফুলের পবিত্রতার অর্থও আছে। চীনা গান 'নীল শাপলা'তে বলা হয়েছে, সুন্দর ও পবিত্র নীল শাপলা যেন একটি আলোকস্তম্ভের মতো দিক নির্দেশ করে।

লিলি ফুল চীনাদের খুব পছন্দের একটি ফুল। চীনা ভাষায় এই ফুলের উচ্চারণ 'শত বছরের সুষম প্রেম'-এর উচ্চারণ একই। তাই চীনা সংস্কৃতিতে লিলি ফুল 'চিরস্থায়ী ভালোবাসা'র প্রতীক। লিলি ফুল পারিবারিক সম্প্রীতির অর্থও প্রকাশ করে। তাই বসন্ত উত্সব, মধ্যশরত্ উত্সবসহ বিভিন্ন উত্সবে চীনারা লিলি ফুল কিনে পারিবারিক সম্প্রীতি প্রত্যাশা করে।

ফুল সবসময় আমাদের সুন্দর পরিবেশ উপহার দেয়। ফুলের সাগরে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়া চমত্কার একটি ব্যাপার! অনুষ্ঠানের শেষে চীনের বিখ্যাত গায়ক চো চে লুনের কণ্ঠে 'ফুলের সাগর' গানটি শুনবো।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn । এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040