মহাকাশে ভারতের টেলিযোগাযোগ উপগ্রহ নিক্ষেপ ব্যর্থ হয়েছে
  2018-04-02 14:20:47  cri
এপ্রিল ২: গতকাল (রোববার) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ মার্চ মহাকাশে নিক্ষেপ করা 'জিএসএটি-৬এ' টেলিযোগাযোগ উপগ্রহটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৩১ মার্চ উপগ্রহটি সফলভাবে দ্বিতীয়বার ট্র্যাক পরিবর্তন করে। তবে পয়লা এপ্রিল তৃতীয়বার ট্র্যাক পরিবর্তনের সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, 'জিএসআরটি-৬এ' ভারতের সর্বাধুনিক টেলিযোগাযোগ উপগ্রহ। এটি ভারতের মোবাইল যোগাযোগ সেবায় ব্যবহৃত হয়। এর কার্যমেয়াদ প্রায় ১০ বছর।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040