'একসঙ্গে সময় কাটানো'
  2018-04-02 10:48:16  cri



বন্ধুরা, গত সপ্তাহের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ওয়াং ফেই'র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে আরও কয়েকটি গান আপনাদেরকে শোনাবো। প্রথমে শুনবেন ওয়াং ফেই'র কন্ঠে একটি প্রেমের গান। এটি একটি চলচ্চিত্রের থিম সং এবং ২০১৪ সালে প্রকাশিত হয়।

ওয়াং ফেইকে চীনা ভাষার সংগীত জগতে একটি কিংবদন্তি বলা যায়। তিনি গত শতাব্দীর নবম দশক থেকে সারা চীন, এমনকি পূর্ব এশিয়ায় খুবই জনপ্রিয় হন। এখনও তাঁর কন্ঠে সব গান খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তখনকার চন্দ্রপ্রভা' নামের গান শোনাবো। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন 'তখনকার চন্দ্রপ্রভা' নামের গান। সংগীত ছাড়াও ওয়াং ফেই চলচ্চিত্র জগতে অনেক মর্যাদা লাভ করেছেন। তিনি প্রধান অভিনেত্রী হিসেবে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পুরস্কার লাভ করেছেন। এখন আমি আপনাদেরকে ওয়াং ফেই'র কন্ঠে 'প্রেলিউড টু ওয়াটার মেলোডি' (Prelude to Water Melody) শীর্ষক গান শোনাবো। গানটি রচিত হয়েছে চীনের প্রাচীনকালের সং রাজবংশ আমলের একজন বিখ্যাত্ কবির লেখা কবিতা অবলম্বনে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং ফেই'র কন্ঠে 'প্রেলিউড টু ওয়াটার মেলোডি' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনা সংগীত জগতের আরেকজন কিংবদন্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ও অভিনেতা চাং কুও রং। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। ১৯৮৩ সালে তিনি প্রথম গান প্রকাশ করে সারা চীনে বিখ্যাত হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'একসঙ্গে সময় কাটানো' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং কুও রংয়ের কন্ঠে 'একসঙ্গে সময় কাটানো' গানটি। ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর কন্ঠে 'মোনিকা' নামের গান হংকংয়ের শ্রেষ্ঠ দশটি চীনা গানের নাম তালিকায় ছিল। ১৯৮৬ ও ১৯৮৭ সালে টানা দুইবার তিনি হংকংয়ের জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশনের (Jade Solid Gold Awards Presentation) স্বর্ণপদক লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040