মুক্তার কথা-০৩৩১
  2018-04-02 10:40:16  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা ও আলিমুল হক।

২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনাকাল। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির ইতিহাস। তাই প্রতি বছর এই দিবসটি সারাদেশে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়ে থাকে। অন্যান্য বারের মতো এবারো দিবসের প্রথম প্রহর সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, গণকবর ও শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদি। সকাল ৮টায় সারাদেশে সমবেতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউট, গার্লস ইন স্কাউট, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশু-কিশোররা মনোজ্ঞ কুচকাওয়াজ এবং শরীরচর্চা বা ডিসপ্লে প্রদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারবকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া দিবসটি উদযাপনের অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ঢাকায় শহীদ মিনারের সামনে বিশেষ স্মারক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য-প্রতিমন্ত্রী তারানা হালিম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত এমিরেটাস অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন। প্রিয় শ্রোতা, বাংলাদেশে আমাদের মনিটর দিদারুল ইকবাল স্বাধীনতা দিবসে কয়েক জনের অনুভূতি জানতে চেয়েছিলেন। আসুন আমরা তাদের অনুভূতি শুনি।

বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা দিবসের স্মারক অনুষ্ঠানের অতিথিদের অনুভূতি শুনলেন। এখন শোনাবো একটি গান।

(গান)

এবার আপনাদের চিঠিপত্রের উত্তর দেবার পালা।

বাংলাদেশের রংপুর জেলার শ্রী ধনোপতি সরকার ইমেলে লিখেছেন, 'মুক্তার কথা' অনুষ্ঠানে আমার ইমেইল পড়া হয় না সেজন্য আমি দুঃখ পেয়েছি। মুক্তার কথা অনুষ্ঠানটি শ্রোতাদের কাছে মোটেই ভাল লাগছে না। পুরো আসর জুড়ে মাত্র ২-৩টি ইমেইল পড়া হয়, যা কখনই গ্রহণযোগ্য নয়। এ-ভাবে চলতে থাকলে cri এর বাংলা অনুষ্ঠানের মান নষ্ট হতে আর বেশী দেরী নেই। তাই আমার প্রস্তাবটি হচ্ছে, পুরো মুক্তার আসর জুড়ে শুধু শ্রোদাদের চিঠি ও ইমেইলের উত্তর দেওয়া হোক। তাহলে শ্রোতাদের অনেকগুলো চিঠি ও ইমেইল পড়া যাবে। তখন শ্রোতারা খুশি হবেন ও সিআরআই বেশি বেশি শুনবে। এটা আমার বিশ্বাস।

আচ্ছা, বন্ধু শ্রী ধনোপতি সরকার, এবারের আসরে আপনার চিঠি পড়েছি। আশা করি খুশি হয়েছেন। আমাদেরকে নিয়মিত চিঠি লিখবেন ও আমাদের ফেসবুক পেইজ ভিজিট করবেন আশা করি। আমরা মুক্তার কথা আসরে আপনাদের চিঠি বেশি বেশি পড়ার চেষ্টা করবো।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিতালি লিসনার্স ক্লাবের শিবেন্দু পাল লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার থেকে 'দুই অধিবেশন' সম্পর্কে অনেককিছু জানতে পারলাম। ২০১৮ সালে সিপিপিসিসি বা চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরু হয় ৩ মার্চ এবং জাতীয় গণকংগ্রেস বা এন পি সি শুরু হয় ৫ মার্চ, রাজধানী বেইজিং-এ। প্রত্যেক বছর চীন সরকার মার্চ মাসে এই দুটি অধিবেশনের আয়োজন করে থাকে। এই অধিবেশন চীনের সবচেয়ে বড় অধিবেশন যেখানে প্রায় ৬০০০ এর মতো প্রতিনিধি উপস্থিত হয়। প্রায় দুই সপ্তাহব্যাপী একই সময়ে এই দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সিপিপিসিসি মূল কাজ হল লক্ষ্য রাখা সরকার কি করছে, তারপর প্রস্তাব আনা সরকার এর কাজগুলকে কিভাবে আরও ভালভাবে বাস্তবায়িত করা যাবে। এই অধিবেশনে গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে সেই বিষয়গুলি আলোচনা হয়। তারপর আগামী দিনের জন্য কর্মসূচি ঠিক হয়। বিভিন্ন বেতার, টিভি, পত্রিকার সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। সিপিপিসিসির একটি শক্তিশালী কমিটি দ্বারা এইটি পরিচালিত হয়। কিন্তু এই প্রতিনিধিরা কেউ জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয় না, কিছু নিয়ম-নীতির মাধ্যমে নির্বাচিত হন। জাতীয় গণকংগ্রেস বা এনপিসির মুল কাজ হল সরকারের কাজ, নীতি, আইন ইত্যাদি প্রণয়ন করা। চীনা জাতীয় গণকংগ্রেস বা এনপিসি-ই চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আমি চীন আন্তর্জাতিক বেতার-এর মাধ্যমে সকল চীনা মানুষকে অভিনন্দন জানাই।

বন্ধু শিবেন্দু পাল, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার চিঠি দেখলে বুঝা যায় যে, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন ও চীন সম্পর্কে খোঁজ-খবর রাখেন। আশা করি, ভবিষ্যতে আপনি নিয়মিত আমাদেরকে লিখবেন।

বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম ইমেলে লিখেছেন, আমার অনেক প্রীতি ও শুভেচছা আপনাদের সবার জন্য। আশা করি এই বসন্ত ঋতুতে আপনারা সবাই সুস্থ ও ভাল আছেন এবং নিজ নিজ কর্মে অতি ব্যস্ত সময় পার করছেন। প্রথমে স্ম্ তির পাতা উল্টালে দেখতে পাই-সেই ১৯৮৫ সাল থেকে এই দীর্ঘ যাত্রাপথে আমিও আমার জীবনের অনেক সময় ব্যয় করেছি শুধু CRI কে ভালবাসি বলে। CRIএর অবয়বে এসেছে অনেক পরিবর্তন। এখন আর ডাকযোগে চিঠি লিখার প্রয়োজন পড়ে না। ই মেইলের মাধ্যমে অতি সহজেই আমরা চিঠি লিখে পাঠাতে পারি। আজ CRIকে চোখের সামনে ওয়েব পেইজ আকারে, ফেসবুক আকারে দেখছি। মনে হয় ওয়েব পেইজে যেন সরাসরি চীন দেশের উপস্থিতি উপলব্ধি করছি। আসলে আমি চীন দেশ আর চীনা মানুষদের বড্ড বেশি আপন করে ভাবি। CRIএর সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। চাই চিয়েন।

বন্ধু খোন্দকার রফিকুল ইসলাম, আমরা আশা করি, শ্রোতারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চীন ও সারা বিশ্বকে জানতে পারবেন। এটি হল আমাদের লক্ষ্য। আশা করি, আপনি নিয়মিত লিখবেন। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এ অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি, ই-মেইল অথবা ফেসবুকের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com..cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা। সিন নিয়েন খুয়াই লে।

(ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040