'দরজা খুললে পাহাড় দেখা যায়'
  2018-04-02 10:25:24  cri



প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে আমার একজন প্রিয় নারী কন্ঠশিল্পী থান ওয়েইওয়েই'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। থান ওয়েইওয়েই ১৯৮২ সালের ৮ অক্টোবর চীনের সিছুয়ান প্রদেশের জিকং শহরে জন্মগ্রহণ করেন। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দরজা খুললে পাহাড় দেখা যায়' শীর্ষক গান শোনাবো। 'দরজা খুললে পাহাড় দেখা যায়' হল একটি চীনা বাগ্‌ধারা। এর মানে, সোজা পথে আসা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থান ওয়েইওয়েই'র কন্ঠে 'দরজা খুললে পাহাড় দেখা যায়' গানটি। থান ওয়েইওয়েই ২০০২ সালে চীনের জাতীয় কন্ঠশিল্পী প্রতিযোগিতায় এক্সেলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৩ সালে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। একই বছরে তিনি চীন স্বর্ণ রেকর্ড পুরস্কার (China Gold Record Award) লাভ করেন। এখন আমি আপনাদেরকে থান ওয়েইওয়েই'র কন্ঠে 'যদি পরকাল আসে' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

২০০৬ সালে থান ওয়েইওয়েই হুনান প্রদেশের টেলিভিশন কেন্দ্রের 'সুপার গার্ল' নামের সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। এ-বছরে তিনি 'যদিও আমি কখনও ভালবাসিনি' গান পরিবেশন করেন। ২০০৭ সালে তিনি সংগীতনাটক 'প্রজাপতি'-তে অভিনয় করেন। একই বছরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে থান ওয়েইওয়েই'র কন্ঠে 'উলানবাটরের রাত' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থান ওয়েইওয়েই'র কন্ঠে 'উলানবাটরের রাত' গানটি। ২০০৮ সালের ২৭ এপ্রিল তিনি নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। ২০০৯ সালে তিনি নিজের লেখা গানের জন্য চীনের তাইওয়ানের গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ সংগীতের পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তিনি একাদশ চীনা ভাষা সংগীত মিডিয়া পুরস্কারের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তুষারের কণ্ঠ' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থান ওয়েইওয়েই'র কন্ঠে 'তুষারের কন্ঠ' নামের গান। ২০১২ সালে থান ওয়েইওয়েই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৩ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি 'আই অ্যাম আ সিঙ্গার' (I am a Singer) নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। একই বছরের নভেম্বরে তিনি শাংহাই'র ড্রাগন টিভির (DRAGON TV) এক সংগীত প্রতিযোগিতায় নিজের লেখা একটি গান গেয়ে প্রথম স্থান লাভ করেন। এখন আমি আপনাদেরকে থান ওয়েইওয়েই'র কন্ঠে 'মাছ ও পাখির প্রেম' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

এখন আমি আপনাদেরকে থান ওয়েই ওয়েই'র কণ্ঠে 'আমি উড়তে চাই' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালের পহেলা নভেম্বরে প্রকাশিত হয়। গানের কথা এরকম: গতকাল ক্লো ফুল ফুটেছে। কোকিল ডাকছে। স্কুলের সহকর্মীরা পূর্ববর্তীদের পথ অনুসরণ করে দুর্দান্তভাবে নতুন যুগের গান গাইছে। আমি উড়তে চাই, আমি উড়তে চাই। পাহাড়ের অন্য পাশে একটি সুখের বাগান রয়েছে। প্রিয়তম বাবা-মা আমাকে জানিয়েছেন যে, পরিশ্রমী মানুষ বাগানের মালিক হতে পারে। পরিশ্রমের বাগান সবচেয়ে সুন্দর। আমি উড়তে চাই, আমি উড়তে চাই।

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040