বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-04-01 16:49:55  cri
চঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জন্য দীর্ঘ ৮ বছর পর চাঁদপুর সফরে যান প্রধানমন্ত্রী। রোববার সকালে হেলিকপ্টারে করে হাইমচরে পৌঁছান শেখ হাসিনা। কমডেকার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিশু কিশোরদের মধ্যে জনসেবার অভ্যাস গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে স্কাউটিং বড় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে স্কাউটিংয়ের উন্নয়নে ১২২ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তার সরকার কাজ করছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে জনসচেতনা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন এ জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। আগামী দেশকে নেতৃত্ব দিতে মুক্তিযুদ্ধে চেতনায় নিজেদের গড়ে তোলার জন্য তরুণদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040