কোচিং সেন্টার বন্ধ করতে সরকারের প্রতি দুদক চেয়ারম্যানের আহ্বান
  2018-03-31 19:29:26  cri
দুর্নীতি দমন কমিশন- দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কোচিং সেন্টারগুলো দুর্নীতির আখড়া এবং সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। তাই চিরতরে কোচিং সেন্টার বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠানে বক্তৃতায় এ সব কথা বলেন তিনি। প্রশ্নপত্র ফাঁস এড়াতে সরকারকে সর্বশক্তি নিয়োগ করতে হবে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, এ জন্য কোচিং সেন্টার বন্ধের বিকল্প নেই। কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত না হয়ে শ্রেণিকক্ষে পাঠদান এবং গ্রহণের জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদে প্রতি আহবান জানান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040