সুরের ধারায়-'কার্নিভাল'
  2018-03-30 16:08:21  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয় যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'কার্নিভাল' শিরোনামে একটি গান, গানের কন্ঠশিল্পী চৌ চিয়ে লুন। চৌ চিয়ে লুন খুব প্রতিভাবান গীতিকার। তাঁর অনেক গান নিজেই রচনা করেছেন। আর এখন আপনারা যে গান শুনতে যাচ্ছেন, এই গানের সূর, কথা সবই চৌ চিয়ে লুনের নিজের রচনা। আচ্ছা, শুনুন গানটি।(১)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'রোদ-ঝলমলে দিন'। এই গানও চৌ চিয়ে লুনের গাওয়া এবং তাঁর রচনা। গানের কথা এমন: আকাশ দেখতে দেখতে ছোটবেলায় তোমার জন্য ক্লাস থেকে পালিয়ে যাওয়ার কথা মনে ভেসে উঠে। তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি আবার তোমাকে সুযোগ দেই, তাহলে তুমি কি থাকবে না কি চলে যাবে? আর কত দিন অপেক্ষা করতে হবে, যাতে আমি সত্যি তোমার সঙ্গে থাকতে পারি? রোদ ঝলমলে দিন, তাই না?(২)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি খুব সুন্দর এবং মিষ্টি গান। গানের শিরোনাম 'অনুরাগ'। গানের কন্ঠশিল্পী থিয়েন ফু চেন। থিয়েন ফু চেনের জন্ম ১৯৮৩ সালের ৩০ মার্চ। তিনি তাইওয়ানের খুব বিখ্যাত গায়িকা। ২০০০ সালে তিনি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী হোন এবং অন্য দু'জন সুন্দর গায়িকার সঙ্গে 'এস এচ ই' নামে একটি সঙ্গীত ব্যান্ড গঠন করে সঙ্গীতের ব্রত শুরু করেন। তাঁর কন্ঠ মিষ্টি এবং সুরেলা। শুনে মনে শান্তি আসে। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া 'অনুরাগ' শিরোনামের এই সুন্দর গান।(৩)

বন্ধুরা, এখন যেন গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'কেন হবে না', গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সুই সুং। গানের কথা এমন: আকাশ কাঁদতে চায়, আমি তোমার কাছেই থাকতে চাই। তোমার বাসার বাইরে দাড়িয়ে গাঢ় মেঘ গণনা করি। যদি এই মূহূর্তে একটি পিয়ানো থাকে, তাহলে আমি নিশ্চয়ই তা বাজিয়ে তোমার জন্য গান গাইবো। কেন আমি এই গান গাই, শুধুই তোমাকে আনন্দ দিতে চাই। (৪)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'প্রিয় তুমি'। গানের কন্ঠশিল্পী ভান উই পো। গানের কথা এমন: ও প্রিয় তুমি, স্বপ্ন থাকলে প্লিজ তারস্বরে গান গাইবে। আমরা বাতাসের সঙ্গে হেঁটে হেঁটে গাইবো, আমরা সড়কের পাশে ফুলের সঙ্গে গাইবো, আমরা পাহাড়ের উপরে মাশমেলোর মত সাদা মেঘের সঙ্গে গাইবো, আমরা সূর্যের সঙ্গে গাইবো। আচ্ছা, শুনুন সুন্দর এই গান।(৫)

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো মালয়েশিয়ার কন্ঠশিল্পী লিয়াং জিং রু-এর গাওয়া 'এক পথে দুই জন' শিরোনামে একটি প্রেমের গান। গানের কথা এমন: তোমার সঙ্গে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করি, তোমার সঙ্গে সূর্যাস্তের অপেক্ষা করি। তোমার সঙ্গে বিশ্বের শেষ প্রান্তে চলে যাই, তারপর একসাথে ঘরে ফিরি। তুমি যে আনন্দ খুঁজতে চাও, তা আমার মতই। এক পথে দুই জন থাকে, তোমার সঙ্গীতে এই পথ আরো সুন্দর হয়। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'নন্দনকানন' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী চাং শাও হান। গানের কথা এমন: অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমার হাসি আমার কাছে খুব টাটকা। তোমার দুনিয়ায় ঢুকবো, তোমার সঙ্গে রোমান্টিক অনুসন্ধান করবো।তোমাকে দেখে সে মূহূর্তেই আমি অনন্তকাল বিশ্বাস করতে শুরু করেছি। আচ্ছা, শুনুন গানটি।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে শেষ করার আগে আপনাদের সাথে আরেকটি সুন্দর গান শেয়ার করতে চাই। গানের শিরোনাম 'আমার গান'। গেয়েছে সঙ্গীতব্যান্ড 'নাইনটি নাইন'। হ্যাঁ,গানের শিরোনামের মত এই গান আমাদের জন্যই। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040