সুরের ধারায়- তীব্র আবেগ
  2018-03-30 16:07:33  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, এখন বসন্ত এসেছে। চীনের আবহাওয়া ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। আর সবখানে দেখা যাচ্ছে ফুলের কুঁড়ি এবং নতুন পাতা। এমন সুন্দর দৃশ্যের সাথে মনমুগ্ধকর কিছু মিষ্টি গান শোনা খুব আরামের ব্যাপার, তাই না? তাহলে এখন শুনুন 'চেরিফুল ফুটেছে' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী চিয়াং ইয়ু ছেন। (১)

বন্ধুরা, এখন শুনুন 'তীব্র আবেগ' শিরোনামে একটি গান। গানটি গেয়েছে সঙ্গীত ব্যান্ড সু তা লুই। হ্যাঁ, আপনার কি এমন তীব্র আবেগ আছে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য কিছু করার জন্য, অথবা নিজের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য? আশা করি আপনাদের মনে সবসময় এমন আবেগ থাকবে, জীবনের জন্য আবেগ থাকলে জীবনও সুন্দর হয়ে যাবে, তাই না?(২)

বন্ধুরা, এখন শুনুন খুব সুন্দর একটি গান, এবং গানের শিরোনামও খুবই কাব্যিক আমেজের, তা হল 'বসন্তের বৃষ্টিতে ধোয়া হয়েছে সূর্য'। হ্যাঁ, বসন্ত অনেকের মনে সারা বছরের সবচেয়ে সুন্দর ঋতু। এ সময়ে প্রকৃতির সব কিছুই প্রাণচঞ্চল হয়ে উঠেছে। বাতাসও যেন মিষ্টি হয়ে যাচ্ছে। তাই এমন সুন্দর সময়ে আমরা একসাথে এই মিষ্টি গান শুনবো, আশা করি গানটি আপনাদের মনে কিছু সুন্দর অনুভূতি এনে দেবে। (৩)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি মধুর প্রেমের গান, গানের শিরোনাম 'ভালোবাসা প্রকাশের বেলুন'। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী চৌ চিয়ে লুন। গানের কথা এমন: তোমাকে পেয়ে যেন সারা বিশ্ব আমার কোলে। ও প্রিয়, যেন তোমাকে ভালোবেসেছি, সেদিন মিষ্টি পাওয়া সহজ হয়ে যাচ্ছে। ও প্রিয়, কথা বলো না, তোমার চোখ সব কিছুই আমাকে জানিয়েছে। আচ্ছা, শুনুন গানটি।(৪)

বন্ধুরা, এখন শুনুন খুব সুন্দর একটি গান, গানের শিরোনাম 'সোজা'। গানের কন্ঠশিল্পী সুন ইয়ান জি। তাঁর ইংরেজী নাম স্টেফানি সান। ১৯৭৮ সালের ২৩ জুলাই সিংগাপুরে তাঁর জন্ম। ২০০০ সালে তাঁর সঙ্গীত ব্রত আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আর সেই বছরের ৯ জুন তাঁর প্রথম এ্যালবাম বাজারে এসে অসংখ্য সঙ্গীতপ্রেমীর প্রশংসা কুড়িয়েছে। ২০০৩ সালে গঠন করেন তাঁর নিজের সঙ্গীত কোম্পানী 'মেইক মিউজেক'। চীনা ভাষার সঙ্গীত মহলে সুন ইয়ান জি'র বিশেষ স্থান আছে। তাহলে আমরা শুনবো তাঁর মিষ্টি কন্ঠে গাওয়া এই সুন্দর গান। (৫)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'তৃণভূমি'। গেয়েছেন কন্ঠশিল্পী ছেন লি। কন্ঠশিল্পী ছেন লি'র আরেক নাম লিলি। ১৯৯০ সালের ২৬ জুলাই চীনের কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে তাঁর জন্ম। চীনের একজন খুব বিখ্যাত লোক গীতি গায়িকা। ২০১৫ সালে তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। তাঁর গান শুনলে মনে হবে তিনি যেন সঙ্গীতের মাধ্যমে আপনাকে গল্প বলছেন। মনে অনেক শান্তি আসে। আচ্ছা, তাহলে শুনুন গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের শিরোনাম 'আনন্দ'। গানের কন্ঠশিল্পী ছুই ওয়ান থিং। গানের কথা এমন: বসন্তকালে আমি তোমাকে মিস করি। গ্রীষ্মকালে বৃষ্টি পড়ে। আমি আর তোমার জন্য গাইবো না। শরত্কালে, আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করবো না। শীত্ আসলে খুব তাড়াতাড়ি নতুন বছর আসবে। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। শেষ করার আগে আপনাদের আরেকটি গান শোনাবো। গানের শিরোনাম 'হীরা ক্যান্ডি'। গানের কন্ঠশিল্পী সিয়াও ইয়া সুয়ান। প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক চিনির মতই মিষ্টি। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040