সহজ চীনা ভাষা- তুলনা
  2018-03-30 16:06:24  cri
তুলনা 比较 bǐ jiào

আরো 更gèng

সবচেয়ে 最zuì

উদাহরণ:

ভালো 好hǎo

আরো ভালো 更好gèng hǎo

সবচেয়ে ভালো 最好zuì hǎo

বেশি 多duō

আরো বেশি 更多gèng duō

সবচেয়ে বেশি 最多zuì duō

বড় 大dà

আরো বড় 更大gèng dà

সবচেয়ে বড় 最大zuì dà

বাক্য:

এই কাপড় আরো ভালো।

这件衣服更好zhè jiàn yī fú gèng hǎo

এখানে মানুষ আরো বেশি।

这里人更多zhè lǐ rén gèng duō

এই আপেল সবচেয়ে বড়।

这个苹果最大zhè gè píng guǒ zuì dà

আজকের হট শব্দ:

画蛇添足 huà shé tiān zú মানে সাপের গায়ে পা যুক্ত করার কাহিনী

প্রাচীন চীনের ছু রাজবংশের একটি অভিজাত পরিবারের এক লোক পূর্বপুরুষের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সহায়তাকারী কয়েকজন শ্রমিককে এক বোতল মদ পান করতে দেন। শ্রমিকরা দেখলো, এক বোতল মদ একজনের পক্ষে শেষ করা সম্ভব না, আবার একসঙ্গে খাওয়াও সম্ভব না।

এ অবস্থায় তারা সাপের ছবি আঁকার একটি প্রতিযোগিতা আয়োজন করলো। সিদ্ধান্ত হলো, যে সবার আগে মাটিতে সাপ আঁকতে পারবে, সেই এই এক বোতল মদ পাবে।

সবাই মাটিতে সাপ আঁকতে শুরু করলো। তাদের মধ্যে একজন সাপ আঁকার কাজ সর্বপ্রথমে শেষ করায় মদের বোতলটি পেলো। কিন্তু লোকটি বোতলটি বাঁ হাতে নিয়ে ডান হাত আবার ছবি আঁকতে শুরু করলো। সে বললো, দেখো, মদ খাওয়ার আগে সাপের গায়ে কয়েকটি পা আঁকার সময়ও আমার আছে।

সাপের পা আঁকার কাজ শেষ হওয়ার আগেই অন্য একজন শ্রমিক তার ছবি আঁকা শেষ করে প্রথম লোকের হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে বললো, সাপের কোনো পা নেই, তুমি কেমন করে সাপের গায়ে পা লাগাবে?

এই কথা বলে দ্বিতীয় ব্যক্তি বোতলের সব মদ পান করলো। প্রথম শ্রমিক সাপের গায়ে পা যুক্ত করতে গিয়ে মদ পানের সুযোগ হারালো ।

  এই উপকথার শিক্ষা হলো, কোনো কাজ করার সময় ঠান্ডা মাথায় তা শেষ করা উচিত। বিজয়ের আশা দেখে মাথা গরম করা উচিত নয়। তাহলে তা পরাজয় ডেকে আনতে পারে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040