রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরকে যুক্ত করছে বাংলাদেশ
  2018-03-29 18:49:27  cri

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে যুক্ত করছে বাংলাদেশ। আর এতে সম্মতি রয়েছে মিয়ানমারের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোহিঙ্গা প্রত্যঅবাসনে শিগগিরই মিয়ানমারকে দ্বিতীয় তালিকা দেয়া হবে বলে জানান তিনি। সরকার দ্রুততম সময়ে প্রত্যাবাসন সম্পন্ন করতে চায় বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040