চীন ও ভারতের মধ্যে প্রায় ২৪০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর
  2018-03-29 18:29:05  cri

মার্চ ২৯: সম্প্রতি চীনের টেক্সটাইল, চিকিত্সা ও ওষুধ, কৃষিপণ্য, পেট্রোকেমিক্যাল এবং বাণিজ্য খাতসহ বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত ২২টি শিল্পপ্রতিষ্ঠান ৩০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারতে সফর করেছে। এ সফরে তারা ১০১টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছে। ব্ল্যাক চা, জলজ দ্রব্য, চিকিত্সা ও ওষুধসহ ৬০টির বেশির পণ্যসম্পর্কিত এ চুক্তির মূল্য ২৩৬.৮ কোটি ডলার। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) এসব তথ্য জানিয়েছেন।

কাও ফেং বলেন, এ সফর চীন-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের সুষম উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং চীনের বাজার আরো উন্মুক্তকরণ ও আমদানি বাড়ানোর ইচ্ছার প্রতিফলন। চীন বিশ্বমুখী উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকবে এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে উন্মুক্ত অর্থনৈতিক সম্পর্ক তৈরি করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির দীর্ঘ, স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নেবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040