আফগানিস্তানে স্থায়ী শান্তি বাস্তবায়নে অক্লান্ত চেষ্টা চালানোর আহবান চীনের
  2018-03-28 18:39:01  cri

মার্চ ২৮: গতকাল (মঙ্গলবার) আফগানিস্তান-বিষয়ক উচ্চ পর্যায়ের তাশখন্দ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে 'তাশখন্দ ঘোষণা' গৃহীত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বুধবার) এ প্রসঙ্গে বলেন, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি পাও তুং এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং আফগানিস্তান ইস্যুতে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। আফগানিস্তানের শান্তিপূর্ণ গঠন ও দেশের সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় চীনের প্রচেষ্টাও তুলে ধরেন উপমন্ত্রী লি পাও তুং। চীন আশা করে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সমাজ অবহ্যাতভাবে আফগানিস্তানের শান্তিপূর্ণ গঠনে সহায়তা দেবে এবং সন্ত্রাসদমন ও মাদকপাচারসহ নানা হুমকি মোকাবিলায় আফগানিস্তানকে সাহায্য দেবে।

পাশাপাশি আঞ্চলিক সহযোগিতায় আফগানিস্তানের অংশগ্রহণকে সমর্থন জানিয়ে আফগান ও আঞ্চলিক স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়নে দেশটি অক্লান্ত চেষ্টা চালাবে বলে আশা করে চীন।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040