পাক সিনেটের প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ
  2018-03-28 18:38:03  cri

মার্চ ২৮: গতকাল (মঙ্গলবার) পাকিস্তান সিনেটের প্রেসিডেন্ট মীর সাদিক খান সফররত চীনা সিল্ক রোড গ্রুপ কোম্পানির সিইও ইয়ান  লি চিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাদিক খান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অগ্রগতি তুলে ধরেন। সিল্ক রোড গ্রুপসহ আরও কয়েকটি চীনা কোম্পানি পাকিস্তানে জ্বালানি, শিল্পপার্ক, উৎপাদন, উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প, খনিজসহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করবে ও প্রযুক্তিগত সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেন সাদিক খান।

 ইয়ান  লি চিন বলেন, সিল্ক রোড গ্রুপ অন্যান্য কোম্পানি ও পাকিস্তানের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে উন্নয়ন তহবিল, ঋণপত্র প্রকাশ, শিল্পপার্কের নির্মাণ, পণ্যদ্রব্য বিনিময়, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা করবে। তিনি বলেন, এসব প্রকল্পের মধ্যে কয়েকটি বাস্তব অগ্রগতিও অর্জন করেছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040