বড় তথ্য, ভালো না খারাপ?
  2018-03-28 15:38:37  cri


সম্প্রতি ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কয়েক কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের বিষয়ের ঘটনাটি নিয়ে ক্ষমা চেয়েছেন। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের প্রায় সব সংবাদপত্রে 'আস্থা লঙ্ঘনের' জন্য জাকারবার্গের ক্ষমা চাওয়া সম্পর্কিত লেখা পাওয়া যায়। এ 'আস্থা লঙ্ঘন' ঘটনাকে 'কেমব্রিজ অ্যানালিটিকা কলঙ্ক' বলা হয়। কিন্তু, এ ঘটনা প্রকাশের প্রথম ৫ দিনে জাকারবার্গসহ ফেইসবুকের অন্য প্রধান নেতারা কোনো মন্তব্য প্রকাশ করেননি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার কৌশল নির্ধারণে পাঁচ কোটি ফেইসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য কাজে লাগানো হয় বলে খবর প্রকাশ পায়। এ খবর ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। এই খবর প্রকাশের পর ব্যবহারকারীদের কাছে 'আস্থা লঙ্ঘনের' জন্য ক্ষমা চান জাকারবার্গ। ফেইসবুকের সঙ্গে ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার নামও উঠে এসেছে। ওই নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা।

ফেইসবুকের শেয়ার ৮ শতাংশ কমে গেছে। সেই সঙ্গে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে।

কিন্তু এত বড় একটি কোম্পানির অবশ্যই তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রক্ষার ব্যবস্থা আছে, তাই না?

জাকারবার্গ বলেন, আসলে এইসব ঘটনার আগেই ফেইসবুক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যেন এ ধরনের ঘটনা না হটে। উদাহরণস্বরূপ, ২০১৪ সালে এটি ব্যবহারকারীদের ডেটাগুলির জন্য অ্যাপ্লিকেশনের বাইরে অ্যাক্সেস হ্রাস করে। তিনি বলেন, কিছু পদক্ষেপের পর তা এক বছরের মধ্যেই কার্যকর হয় না, মাঝখানে তথ্য অ্যাক্সেস করার জন্য ক্যামব্রিজকে অনুমতি দেওয়া হয়। তবে জাকারবার্গ স্বীকার করেন যে, এ ব্যাপারে আরো অনেক কিছু করতে হবে ।

ক্ষমা চাওয়ার পর জাকারবার্গ আর কোনো ব্যবস্থা নিয়েছেন?

জাকারবার্গ গত বুধবার একটি ফেইসবুক পোস্টে বলেন, এটি এমন একটি ডেভেলপারদের নিষিদ্ধ করবে যারা অডিট করতে সম্মত হয় না। একটি অ্যাপ্লিকেশনের বিকাশকারী আর এমন ব্যক্তিদের ডেটা অ্যাক্সেস করতে পারবেন না যারা এই অ্যাপ্লিকেশনটি তিন মাসের মধ্যে ব্যবহার করেনি। ডেটাটি সাধারণত ব্যবহারকারী নাম, প্রোফাইল ফটো এবং ইমেইলগুলিতে সীমিত হবে, যদি না ডেভেলপার ফেইসবুকে একটি চুক্তি করে এবং ব্যবহারকারী অনুমোদন পায়।

জাকারবার্গ ইতোমধ্যেই সংশ্লিষ্ট ঘটনায় ক্ষমা চেয়েছেন। কিন্তু এতে জনগণের মতামত আশাবাদী নয়। অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রবন্ধ অনুসারে, নিউ ইয়র্কের পারসন্স স্কুল অব ডিজাইনের অধ্যাপক ডেভিড ক্যারল জাকারবার্গের প্রতিক্রিয়া নিয়ে সন্তুষ্ট ছিলেন না। কিন্তু স্বীকার করেন যে "এটি কেবলমাত্র শুরু"। তিনি বলেন, এটা এক ধরনের পাগলামো ছিলো যে, ফেইসবুকে অনুপযুক্ত ডেটা ব্যবহারে ক্যামব্রিজের এসসিএল গ্রুপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

জাকারবার্গ বুধবার বলেন যে, ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত করার একটি "দায়িত্ব" আছে এবং যদি এটি ব্যর্থ হয়, তাহলে "আমরা আপনার পরিচর্যার যোগ্য নই।" তবে জাকারবার্গের ক্ষমা চাওয়া নিয়ে জনগণের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, তারা এ ঘটনায় অসন্তুষ্ট।

যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, সেহেতু জনসাধারণ অনেক সচেতন এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে। সবাই তো ব্যক্তিগত তথ্য আরও ভালোভাবে সুরক্ষার জরুরি প্রয়োজনের ওপর গুরুত্ব দেয়, তাইনা?।

চায়না ডেইলির একজন প্রতিবেদক তার এক প্রবন্ধে লিখেছেন, ব্যক্তিগত গোপনীয় তথ্য রক্ষা করতে নির্দিষ্ট আইন প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে রক্ষা করার জন্য নির্দেশিকা প্রণয়ন করতে আরো কার্যকর বহুজাতিক সহযোগিতা প্রয়োজন।

জনগণের মতামত ছাড়া বিভিন্ন সরকার ও প্রতিষ্ঠানও সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়েছে।

এদের মধ্যে রয়েছে ব্রিটিশ গোপনীয়তা নিয়ন্ত্রক অফিস, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন ফেডারেল ট্রেড কমিশন ইত্যাদি।

বড় তথ্য, আমাদের স্বীকার করতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সুবিধা দিয়েছে। কিন্তু সুবিধার কাছাকাছি কিছু সমস্যাও তৈরি করছে। ভবিষ্যতে বড় তথ্যের পথ কোন দিকে যাবে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040