শান্তি ও উন্নয়নের জন্য আফগানিস্তানকে সহায়তা দিয়ে যাবে চীন
  2018-03-28 14:58:37  cri
মার্চ ২৮: চীন আফগানিস্তানের ঐতিহ্যবাহী বন্ধু ও সুপ্রতিবেশী। একটি ঐক্যবদ্ধ, স্থিতিশীল ও উন্নত আফগানিস্তান দেখতে চায় বেইজিং। শান্তি ও উন্নয়নের জন্য চীন আফগানিস্তানকে বরাবরের মতোই সহায়তা দিয়ে যেতে আগ্রহী। দেশটির সঙ্গে চীন বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতাও চালাতে ইচ্ছুক। গতকাল (মঙ্গলবার) চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি পাও তুং তাসখন্দে, আফগান সমস্যাবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে, এসব কথা বলেন।

আফগানিস্তান, পাকিস্তান, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ানসহ ২০টিরও বেশি দেশ ও সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী লি পাও তুংয়ের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল এতে যোগ দেয়। সম্মেলনে আফগানিস্তানে যুদ্ধ-সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়া, সন্ত্রাসদমন এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগসহ বিভিন্ন ইস্যুতে মতৈক্যে পৌঁছান অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

সম্মেলনশেষে 'তাসখন্দ ঘোষণা' গৃহীত হয়। ঘোষণায় তালিবানের সঙ্গে শর্তহীন সরাসরি আলোচনার জন্য আফগান প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন জানানো হয়। তালিবানকে এ-প্রস্তাব গ্রহণ করার আহ্বানও জানানো হয় ঘোষণায়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040