বেইজিংয়ে উন্মুক্ত হলো 'তিব্বতের বৌদ্ধধর্মের 'লিভিং বুদ্ধস' ফিচার ফিল্ম
  2018-03-27 18:39:26  cri
মার্চ ২৭: আগামীকাল (বুধবার) তিব্বতের গণতান্ত্রিক সংস্কার ও লাখ লাখ ভূমিদাস মুক্তির দিবস। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের তিব্বতি বিজ্ঞানবিষয়ক গবেষণা কেন্দ্রে তিব্বতি বৌদ্ধধর্মের 'লিভিং বুদ্ধস' নামে একটি ফিচার ফিল্ম প্রকাশ করা হয়েছে। 'লিভিং বুদ্ধ' তিব্বতের বৌদ্ধধর্মের বৈশিষ্ট্যময় উত্তরাধিকার পদ্ধতি। গত ১৩ শতাব্দীতে তিব্বত চীনের কেন্দ্রীয় সরকারের অধীনে আসার পর এর সৃষ্টি হয়।

এই ফিচার ফিল্মের দৈর্ঘ্য ২০ মিনিট। এতে উত্কৃষ্ট পুরাকীর্তি, বিস্তারিত ঐতিহাসিক তথ্য এবং সহজ-সরল ভাষায় 'লিভিং বুদ্ধ' ব্যবস্থার ব্যাখ্যা দেওয়া হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040