'ভালবাসা শুধু একটি শব্দ'
  2018-03-26 11:01:01  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং সিন চে'র সঙ্গে পরিচয় করিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালবাসা শুধু একটি শব্দ' গানটি শোনাবো। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয়। গানটি একটি অ্যানিমেশন মুভির থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং সিন চে'র কন্ঠে 'ভালবাসা শুধু একটি শব্দ' নামের গান। চাং সিন চি ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ানের ইউনলিন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি ১৯৮৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালবাসা ঢেউয়ের মতো' গানটি শোনাবো। গানটি ১৯৯৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন 'ভালবাসা ঢেউয়ের মতো' গানটি। ১৯৯৫ সালে চাং সিন চে নিজের সঙ্গীত-স্টুডিও প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সাল থেকে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। তিনি একাধিক রেস্টুরেন্টের মালিক। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আসলে' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং সিন চে'র কন্ঠে 'আসলে' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না' গানটি শোনাবো। গানটির কথা হল: "দীর্ঘকাল তোমার চিঠি পাইনি। দীর্ঘকাল কোনো মানুষ আমাকে ম্যাসেজ পাঠায়নি। তোমার কোমল চোখ মিস করি। তোমার চোখ হল আমার আকাশে সবচেয়ে উজ্জ্বল তারকা। অন্য স্থানের রাত খুবই ঠাণ্ডা। আমি জানি না, তুমি এখন কোথায়। তুমি কি আমার মতো আমার কথা পড়ছো? আমি কখনও তোমাকে প্রতিশ্রুতি দিতে পারিনি। কারণ আমি জানি, আমাদের বয়স খুব কম। যে-কথা আমার হৃদয়ে গোপন আছে, তা এখন আমি বলতে পারি। আমার হৃদয় তোমাকে ভালোবাসে; সবসময় তোমার সঙ্গে থাকে। তোমার ও তার মধ্যে এখন কি প্রেম আছে? আমাকে জানাবে। আমি দুঃখ পাবো বলে ভয় পেয়ো না।" বন্ধুরা, তাহলে চলুন একসঙ্গে গানটি শুনি।

বন্ধুরা, শুনলেন চীনের তাইওয়ানের কন্ঠ শিল্প চাং সিন চে'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ'র কন্ঠে কয়েকটি গান শোনাবো। প্রথমে আপনাদেরকে চাং স্যুয়ে ইয়ৌর সঙ্গে পরিচয় করিয়ে দিই। চাং স্যুয়ে ইয়ৌ (জ্যাকি চেউং) ১৯৬১ সালের ১০ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নিউইয়র্ক ড্রাইভারের বেইজিং-এর স্বপ্ন আছে' নামের গান শোনাবো। গানটি ১৯৯৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

১৯৮৫ সালে জ্যাক চাং নিজের প্রথম অ্যালবাম 'স্মাইল' প্রকাশ করেন। ১৯৯৩ সালে তার 'কিস গুডবাই' অ্যালবাম তাইওয়ানে রেকর্ড পরিমাণ বিক্রি হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'গভীর শরত্কাল' নামের গান শোনাবো। গানটি ১৯৮৯ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

১৯৯৮ সালে জ্যাক চাং তাইওয়ানের শ্রেষ্ঠ গায়কের পুরস্কার লাভ করেন। গায়ক ছাড়া তিনি একজন অভিনেতাও। ভালো অভিনয়ের কারণে তিনি অনেক চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমার পথে তুমি আছো' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040