'অরক্ষিত নারী'
  2018-03-26 10:49:32  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি আপনাদেরকে চৌ চিয়ে লুন জেই'র কন্ঠে কয়েকটি গান শুনিয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা তাঁর কন্ঠে আরও কিছু গান শুনবো, কেমন? প্রথমে শুনবেন 'ম্যাটেরিয়া মেডিকার সংক্ষিপ্তসার' (Compendium of Materia Medica) শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। গানে বলা হয়েছে: চীনা জাতি একটি মহান জাতি; বিশ্ববিখ্যাত কংফু ছাড়া, চীনা চিকিত্সাও হল চীনের আরেকটি অহংকার। তাহলে এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন 'ম্যাটেরিয়া মেডিকার সংক্ষিপ্তসার' গানটি। এখন আমি আপনাদেরকে জেই'র কন্ঠে 'ধানের সুগন্ধ' শীর্ষক গান শোনাবো। জেই ছোটবেলায় গ্রামে থাকতে চেয়েছিলেন। তিনি গ্রামে শিশুদের মত খেলতে চেয়েছিলেন। গানটি ২০১০ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে চীনা নারী কণ্ঠশিল্পী ওয়াং ফেই'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৯ সালের ৮ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে সঙ্গীতপ্রতিভা দেখা যায়। ১৯৮০ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি)-র শিশু আর্ট দলে নাম লেখান। তখন থেকে তিনি নিয়মিত সিসিটিভির অনুষ্ঠানে অংশ নেওয়া শুরু করেন। এখন আমি ওয়াং ফেই'র কন্ঠে 'লাল মটরশুটি' গানটি শোনাবো। গানটি ১৯৯৮ সালে রিলিজ হয়। ১৯৯৯ সালে গানটি হংকংয়ের শেষ্ঠ গানের নামতালিকায় অন্তর্ভুক্ত ছিল। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।  

বন্ধুরা, শুনছিলেন 'লাল মটরগুটি' গানটি। ১৯৮৭ সালে ওয়াং ফেই সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ ত্যাগ করে মা-বাবার সঙ্গে হংকংয়ে চলে যান। ১৯৮৯ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে 'তুমি খুশি, সেজন্য আমি খুশি' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৭ সালে রিলিজ হয়। সন্তান প্রসব করার পর এটি ওয়াং ফেই'র প্রথম গান। তিনি গানটি তাঁর মেয়েকে উত্সর্গ করেন। তাহলে আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং ফেই'র কন্ঠে 'তুমি খুশি, সেজন্য আমি খুশি' নামের গান। ওয়াং ফেই'র সংগীতের নিজস্ব বৈশিষ্ট্য আছে। তিনি এ-পর্যন্ত ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়া, তিনি একজন অভিনেত্রী হিসেবেও বিভিন্ন পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মানববিশ্ব' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৭ সালে রিলিজ হয়।

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'মানববিশ্ব' গানটি। ২০০৫ সালের মার্চ মাসে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিখ্যাত চীনা মানুষের তালিকায় ওয়াং ফেই পঞ্চম স্থান পান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অরক্ষিত নারী' গানটই শোনাবো। গানটি ১৯৯২ সালে রিলিজ হয়। গানটি সেই বছর হংকংয়ে শীর্ষ স্থানে ছিল। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন 'অরক্ষিত নারী' গানটি। ২০০৫ সালের মে মাস থেকে ওয়াং ফেই ধীরে ধীরে সংগীতজগত থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। কিন্তু তার গান এখনও সারা চীন এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এপ্রিলের তুষার' নামের গান শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040