চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের ভারত সফর
  2018-03-25 17:59:31  cri

মার্চ ২৫: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২৩ থেকে ২৭ মার্চ চীনের বাণিজ্য উন্নয়ন প্রতিনিধিদল ভারত সফর করছে। চীন ও ভারতের আর্থ-বাণিজ্যিক বিনিময় জোরদার করা, দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের সুষম উন্নয়ন জোরদারে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

রপ্তানি, ওষুধ, কৃষিপণ্য, পেট্রোকেমিক্যালসহ নানা ক্ষেত্রের ৩০টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এ দলে রয়েছেন।

ভারতের স্থানীয় সময় শনিবার বিকেলে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে দিল্লিতে চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীর বিশেষ প্রচার অনুষ্ঠান এবং চীন-ভারত বাণিজ্যিক প্রকল্প স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।

চীনের পক্ষ মনে করে, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ভারতের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে এবং দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তব সহযোগিতায় লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। চীন অব্যাহতভাবে বাজার উন্মুক্ত করবে এবং ভারতসহ বিশ্বের নানা দেশের সঙ্গে নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সমৃদ্ধ উন্নয়ন এগিয়ে নেবে।

ভারত মনে করে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের এ সফর দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক বিনিময় বাড়ানোর একটি পদক্ষেপ এবং দু'পক্ষের বাণিজ্যের ওপর চীনের গুরুত্বারোপের প্রমাণ।

অনুষ্ঠানে ২৩৬.৮ কোটি মার্কিন ডলার মূল্যে ১০১টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040