"বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক ও কবি আবাম ছালাউদ্দিনের সাক্ষাতকার-প্রথম পর্ব
  2018-03-25 16:02:05  cri


আবাম ছালাউদ্দিন প্রথম চীন সফর করেন ১৯৯৯ সালে। দীর্ঘ দিন তিনি সিআরআই বাংলা বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। গভীরভাবে লক্ষ্য করেছেন চীনের বদলে যাওয়া। বিস্ময়ের সাথে দেখেছেন কিভাবে চীন গড়ে উঠেছে আজকের চীন হিসেবে। একজন কবি, শিল্পবোদ্ধা জনাব ছালাউদ্দিন আমাদেরকে বলেছেন চীনে তাঁর অভিজ্ঞতা, ভাল লাগার কথা। মূল্যায়ন করেছেন বিশ্বাঙ্গনে চীনের বর্তমান অবস্থান। চলুন শুনি সেই আলাপচারিতা। দুই পর্বের সাক্ষাৎকারের আজ রয়েছে এর প্রথম পর্ব।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040