'নিজের জন্য রচনা গান'
  2018-03-23 16:06:37  cri
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

প্রতিদিনের এই সময় আমার খুব ভালো লাগার। কারণ আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন অনুভূতি ভাগাভাগি করা যায়। তাহলে আপনারা কি প্রস্তুত? আমার সঙ্গে চলুন সঙ্গীতের দুনিয়ায়।

আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের শোনাবো 'বৃষ্টির দিন' শিরোনামে একটি গান। গেয়েছেন সিংগাপুরের কন্ঠশিল্পী সুন ইয়ান জি। (১)

বন্ধুরা, এখন শুনুন 'দেরি হয়েছে' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লিউ রুই ছি। গানের কথা এমন: ভালোবাসা বলতে দেরি হয়েছে, হৃদয় আহত হতে দেরি হয়েছে, তোমার হাত ধরতে দেরি হয়েছে, ঘৃণা করতে দেরি হয়েছে, তোমার মন বুঝতে দেরি হয়েছে। আচ্ছা, শুনুন গানটি।(২)

বন্ধুরা, এখন শুনুন একটি সুন্দর গান, গানের নাম 'নিজের জন্য রচনা গান'। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী লি চুং শেং। লি চুং শেং খুব মেধাবি একজন গীতিকার। তাঁর রচিত গান চীনের সঙ্গীত মহলের অনেক বিখ্যাত কন্ঠশিল্পী গেয়েছেন। এখন আমরা শুনবো তাঁর নিজের গাওয়া সুন্দর গান। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'তোমাকে ভালোবেসেছি' শিরোনামে একটি গান। গেয়েছেন সঙ্গীত ব্যান্ড বিওয়াইটু। হ্যাঁ, তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে মিষ্টি এবং সুন্দর ব্যাপার। তোমার ভালোবাসায় আমি আরো চমত্কার হয়েছি। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'স্বীকার' নামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী ছুই ওয়ান থিং। গানের কথা এমন: তুমি স্বীকার করো, তুমি আমাকে চাও। তবে এখন তোমার কাছে সাহস বেশি প্রয়োজন। আমি স্বীকার করেছি, আমি তোমাকে চাই। (৫)

বন্ধুরা, এখন শুনুন 'শেষ পৃষ্ঠা' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী চিয়াং ইয়ু ছেন। ১৯৮৭ সালের ২৯ এপ্রিল তাইওয়ানে চিয়াং ইয়ু ছেনের জন্ম। ২০০৮ সালের ১৪ নভেম্বর তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। তাঁর কন্ঠ তাঁর চেহারার মতই সুন্দর এবং প্রাণচঞ্চল। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া গান। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'মনের কথা বলতে পারি না' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী সুই চিয়া ইং। (৭)

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, 'বিদায়' শিরোনামে একটি গান শুনতে শুনতে বিদায় নেব। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040