চীন-ভারত সীমান্তবিষয়ক পরামর্শ ও সমন্বয়-ব্যবস্থার একাদশ সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত
  2018-03-23 15:53:00  cri
মার্চ ২৩: দু'দিনব্যাপী চীন-ভারত সীমান্তবিষয়ক পরামর্শ ও সমন্বয়-ব্যবস্থার একাদশ সম্মেলন আজ (শুক্রবার) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ও সমুদ্রবিষয়ক বিভাগের মহাপরিচালক ই সিয়ান লিয়াং ও ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক প্রণয় ভার্মা যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন। দু'পক্ষের কূটনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

দু'দেশের সীমান্ত পরিস্থিতি, সীমান্ত-ব্যবস্থাপনা ও পারস্পরিক আস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে দু'পক্ষ। সম্মেরনে গঠনমূলক মনোভাব নিয়ে অব্যাহতভাবে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা, সীমান্ত-প্রতিরক্ষায় যোগাযোগ ও সহযোগিতা এগিয়ে নেওয়া, এবং যৌথভাবে সীমান্ত অঞ্চলের শান্তি রক্ষা করার কথা পুনরায় ঘোষণা করেছে দু'পক্ষ। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040