সুরের ধারায়--চীনা গায়ক লি রোং হাও
  2018-03-22 13:20:18  cri



আজকের অনুষ্ঠানে বর্তমান চীনের খুব জনপ্রিয় একজন সংগীত প্রযোজক ও গায়কের সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো। তার নাম লি রোং হাও। একজন সংগীত প্রযোজক হিসেবে প্রথম গান প্রকাশের পর একজন গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে দশ বছর সময় নিয়েছেন লি রোং হাও। তিনি তার বিশেষ কণ্ঠ ও বৈশিষ্ট্যময় গানের জন্য চীনের তরুণ সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

লি রোং হাও ১৯৮৫ সালে চীনের আনহুই প্রদেশের পেংপু শহরে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায় সংগীতের প্রতি তার তীব্র আগ্রহ তৈরি হয়। ৯ বছর বয়সে লি রোং হাও টেপ শুনতে শুনতে নিজেই গিটার বাজানো শুরু করেন। মাধ্যমিক স্কুলের সময় সংগীত নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করায় তাকে স্কুল ছাড়তে হয়। তখন লি রোং হাও তার পিতামাতার অনুপ্রেরণায় চীনের একজন বিখ্যাত ডাবল বাস শিল্পীর কাছে গান শেখা শুরু করেন। পেশাদারী সংগীত শিল্পীর কাছে প্রশিক্ষণ নেওয়ায় লি রোং হাও ভবিষ্যতে গান রচনা ও সংগীত প্রযোজক হওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা পান।

বাইরে সংগীত শেখার সময়ে লি রোং হাও তার সংগীত প্রতিভা দেখাতে শুরু করেন। তিনি সংগীত প্রশিক্ষণের পাশাপাশি নিজেও গিটার বাজান। এক সময় তার শতাধিক ছাত্র ছিল। তিনি একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন এবং চিয়াংসু প্রদেশের সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করলে লি রোং হাও আনুষ্ঠানিকভাবে তার সংগীত জীবন শুরু করেন।

২০০৫ সালে লি রোং হাও একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি করেন। সেটিই ছিল পেশাদার সংগীত প্রযোজক হওয়ার পথে আনুষ্ঠানিক ধাপ। সে বছর তিনি তার প্রথম রচিত গান প্রকাশ করেন। এরপর থেকে লি রোং হাও চীনের বিভিন্ন গায়ক ও অভিনেতার জন্য অ্যালবাম প্রযোজকের দায়িত্ব পালন করা শুরু করেন। তবে শুধু একজন প্রযোজক হওয়াই তার ইচ্ছা নয়, মঞ্চে গানও গাইতে চান তিনি। ২০১৩ সালে লি রোং হাও তার নিজের প্রথম অ্যালবাম 'মডেল' প্রকাশ করেন। অ্যালবামের সব গান তিনি নিজেই রচনা করেন। তখন অ্যালবামটা জনপ্রিয়তা পায়নি। তবে অ্যালবামের গানগুলো বেশ সুন্দর।

২০১৪ সালে লি রোং হাও 'মডেল' অ্যালবামের জন্য তাইওয়ানের 'গোল্ডেন সুর' পুরস্কারে ৫টি বিভাগে মনোনীত হন এবং সেই বছর শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। চীনের মূলভূভাগের কোনো গায়ক প্রথমবার এই পুরস্কারটি অর্জন করে। একই বছর তিনি তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের গান তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অনেক দেশের সংগীত তালিকার টপ টেন-এ স্থান করে নেয়। এ সময় তিনি একজন প্রযোজক থেকে গায়কে পরিণত হতে থাকেন।

২০১৫ সালের শুরুতে লি রোং হাও চীনের বিখ্যাত টিভি সংগীতানুষ্ঠান 'গায়ক'-এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে না পারলেও লি রোং হাওয়ের চমত্কার পরিবেশনা ও সুন্দর গান দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। এই অনুষ্ঠানের পর অনেক বেশি মানুষ তার গানের প্রতি আকৃষ্ট হয়। তখন থেকে তিনি একজন গায়ক হিসেবে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন।

এরপর লি রোং হাও আরো কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন এবং সবগুলো জনপ্রিয় হয় ও দেশে-বিদেশে অনেক পুরস্কার পায়। তার কনসার্টের একটি টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে।

২০১৬ সালে লি রোং হাও প্রথমবার একটি চলচ্চিত্রে অভিনয় করেন। তার প্রথম অভিনয় ২০১৭ সালে শাংহাই ফিল্ম ফেস্টিভালের শ্রেষ্ঠ নতুন অভিনেতার পুরস্কার পায়। গান গাওয়া ছাড়া অন্যান্য ক্ষেত্রেও লি রোং হাওয়ের প্রতিভা বিকশিত হতে থাকে।

লি রোং হাওয়ের গান শুধু সুন্দরই নয়, আরো বিশেষ কিছু আছে। গানের কথার মাধ্যমে সমাজ ও জীবন নিয়ে তার ভাবনা প্রকাশিত হয়। যেমন, যদি সুযোগ পাও, তাহলে কী হতে চাও? 'লি পাই' গানে তিনি বলেন, নিজেকে এগিয়ে নাও। অন্যের দৃষ্টি আকর্ষণের দরকার নেই। নিজের মন অনুসরণ করে জীবন গড়ো। আজকের অনুষ্ঠানের শেষে একসঙ্গে 'লি পাই' গানটি শুনবো।

শ্রোতাবন্ধুরা আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন।আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040