আলাপকালে মোদি সি চিন পিংকে দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, এতে প্রতিফলিত হচ্ছে যে, সকল চীনা জনগণ আপনাকে সমর্থন করেন। ভারত ও চীন বিশ্বের দু'টি প্রাচীন সভ্যতার ঐতিয্যসমৃদ্ধ প্রভাবশালী দেশ। ভারত চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
সি চিন পিং মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বছর চীনের এনপিসি ও সিপিপিসিসি'র দু'টি অধিবেশন সফলভাবে আয়োজিত হয়েছে। সম্মেলনে নতুন জাতীয় সংগঠন ও নেতৃবৃন্দ নির্বাচিত এবং সংবিধান সংশোধনের খসড়া গৃহীত হয়েছে। রাষ্ট্রীয় পরিষদের কাঠামোমূলক সংস্কার সাধন করা হয়েছে। চীন সংস্কার উন্নয়ন, উন্মুক্ততা বৃদ্ধি এবং নিজের উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি বিশ্বের অভিন্ন উন্নয়নে আরো বেশি অবদান রাখতে ইচ্ছুক।
তিনি আরো বলেন, চীন ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নয়ন করতে ইচ্ছুক। সি চিন পিং বলেন, প্রধানমন্ত্রী মোদি আপনার সঙ্গে আমি দু'দেশের সম্পর্কের সার্বিক, স্থায়ী ও গঠনমূলক উন্নয়নের বিষয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে যোগাযোগ জোরদার করতে চাই, যাতে দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
(ছাই/মহসীন)