মার্চ ২০: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে শেষ হয়েছে। দেশের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথমবার ভাষণ দেন সি চিন পিং। আজকের সংবাদ পর্যালোচনায় শুনবেন বিস্তারিত তথ্য।
'গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট হিসেবে এই পদে থাকা খুব গৌরবময় এবং এর দায়িত্বও ভারী। আমি বরাবরের মতো সংবিধানের দায়িত্ব পালন করবো, মাতৃভূমি ও জনগণের অনুগত থাকবো। এ দায়িত্ব পালনে যথাসাথ্য চেষ্টা চালাবো, পরিশ্রম করবো এবং অবদানও রাখবো। জনগণের সেবা করবো এবং জনগণের তত্ত্বাবধান গ্রহণ করবো। বিভিন্ন প্রতিনিধি এবং বিভিন্ন জাতির জনগণের আস্থা বৃথা হতে দেবো না।'
চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে এনপিসি'র প্রায় ৩ হাজার প্রতিনিধির সামনে প্রেসিডেন্ট সি উদাত্তকন্ঠে এ প্রতিশ্রুতি দেন।
প্রেসিডেন্ট সি'র ভাষণে 'জনগণ' শব্দটি প্রথম থেকে শেষ পর্যন্ত উচ্চারিত হতে থাকে। ভাষণে জনগণের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেন তিনি।
ভাষণে তিনি কয়েক হাজার বছরের চীনা সভ্যতার অতীত পর্যালোচনা করেন। তিনি বলেন, চীনা জনগণ দীর্ঘকাল ধরে পরিশ্রম করে মহান জাতীয় চেতনা লালন পালন করে আসছেন, যাতে চীনের উন্নয়নে এবং মানবজাতির সভ্যতায় শক্তিশালী মানসিক চালিকাশক্তি যোগানো যায়। তিনি বলেন,
'চীনা জনগণ বিশ্বাস করেন, পাহাড় অনেক উঁচু হলেও এর উপরে আরোহণ করা যায় এবং এর শিকড়ে পৌঁছানো যায়। পথ অনেক লম্বা হলেও, এর সামনে চলে গেলে আবার গন্তব্যস্থানে পৌঁছানো যায়। চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন এখন চীনা জাতির সবচেয়ে মহান স্বপ্ন হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, আমরা ১৩০ কোটিরও বেশি চীনা জনগণ একযোগে কাজ করে অবশ্যই এই স্বপ্ন বাস্তবায়ন করবো।'
ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, দেশের সকল ক্ষমতা জনগণের হাতে। জনগণের আস্থা থাকলে দেশের ভবিষ্যত ও শক্তি থাকবে। তিনি বলেন,
'জনগণের স্বার্থ, মতামত, পছন্দ ও অপছন্দ আমাদের সকল কাজ করার মৌলিক মানদণ্ড হওয়া উচিত্। চীনা জাতির মহান পুনরুত্থানের ঐতিহাসিক প্রক্রিয়ায় সকল চীনা জনগণের সুখ ও কল্যাণ উপভোগ করা উচিত্।'
ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা সুরক্ষা করা এবং দেশের পূর্ণাঙ্গ একীকরণ বাস্তবায়ন করা হলো সকল চীনা জনগণের অভিন্ন ইচ্ছা এবং চীনা জাতির মৌলিক স্বার্থ। দেশ বিচ্ছিন্ন করার সকল অপচেষ্টা ও ষড়যন্ত্র নিশ্চয়ই ব্যর্থ হবে। দেশ বিচ্ছিন্ন করার সকল তত্পরতা নস্যাত্ করতে চীনা জনগণের দৃঢ় প্রতিজ্ঞা, পুরোপুরি আস্থা ও যথেষ্ট ক্ষমতা আছে।
ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, চীন অন্যদের স্বার্থ উত্সর্গ করার বিনিময়ে নিজের উন্নয়ন বাস্তবায়ন করবে না। চীনের উন্নয়ন কোনো দেশের জন্য হুমকি নয়। মানবজাতির শান্তি ও উন্নয়নে চীনা জনগণের আন্তরিক শুভেচ্ছা ও বাস্তব অভিযানে কখনও ভুল বোঝাবোঝি সৃষ্টি হবে না।
চীনের কমিউনিস্ট পার্টির জনগণকে নেতৃত্ব দিয়ে মহান সামাজিক সংস্কার চালানোর দায়িত্ব পালন করা উচিত্ বলে প্রেসিডেন্ট সি ভাষণে জোর দিয়ে বলেন। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রায় ৭০ বছরের প্রচেষ্টা পর গণপ্রজাতন্ত্রী চীন বড় হয়ে উঠেছে এবং নিত্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বের পূর্ব দিকে বিরাজ করছে। নতুন যুগ প্রত্যয়ের। প্রত্যেক মানুষ নতুন যুগ স্বচোখে দেখছেন, তাঁরা এর প্রতিষ্ঠাতা ও নির্মাণকারী। একযোগে ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করলে চীনা জাতির পুনরুত্থানের এই মহান স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন। (লিলি/টুটুল)