ব্রেক্সিট  কার্যকরের পর একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ
  2018-03-20 14:06:04  cri
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট নামে পরিচিত) কার্যকরের পর একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ। এ বিষয়ে গতকাল (সোমবার) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে অন্তত ব্রেক্সিট কার্যকর হওয়া মাত্রই যুক্তরাজ্য ও ইইউর মধ্যকার সম্পর্ক হঠাৎ বদলে যাওয়া থেকে রক্ষা পেল। দুপক্ষ এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে। তা ছাড়া, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার চুক্তির খসড়ার অধিকাংশ বিষয়ে দুপক্ষ একমত হয়েছে। আয়ারল্যান্ডের সীমান্ত ইস্যুতে আলোচনা বহাল রাখবে দুপক্ষ।

বিস্তারিত শুনবেন আজকের টপিক অনুষ্ঠানে।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040