ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের সদস্য বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ
  2018-03-19 11:12:05  cri
মার্চ ১৯: আজ (সোমবার) বেইজিংয়ে চীনের ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রীয় পরিষদের সদস্য ঘোষণা করা হয়েছে। তাতে হান চেং,সুন ছুন লান,হু ছুন হুয়া আর লিউ হো উপ-প্রধানমন্ত্রী আর ওয়ে ফেং হো,ওয়াং ইয়োং,ওয়াং ই,সিয়াও চিয়ে আর চা খ্য চি রাষ্ট্রীয় কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন।

চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের মনোনয়ণে ভোটদানের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, কমিটির পরিচালক আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ নামতালিকা চূড়ান্ত করা হয়েছে।

এদিন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিতীয় প্রেসিডেন্ট নির্দেশ পত্রে সই করেছেন। অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় পরিষদের সদস্যদের মনোনয়ণ অনুমোদন করেছেন তিনি।

পূর্ণাঙ্গ অধিবেশনের পর বিভিন্ন প্রক্রিয়া শেষ করে চীনা উপ-প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় কাউন্সিলরগণ সংবিধান সামনে রেখে শপথ গ্রহণ করেছেন।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040