শ্রোতাদের দৃষ্টিতে 'চীনা দু'টি অধিবেশন'
  2018-03-19 10:22:53  cri



প্রফেসর আশরাফুল ইসলাম:

১. আপনি আমাদের নিয়মিত শ্রোতা। অনেক বছর ধরে মনিটর হিসেবে আপনার দৃষ্টিতে চীনে সাম্প্রতিক কয়েক বছরে কোন ধরণের পরিবর্তন হয়েছে। যেমন, অর্থনীতি, অবকাঠামো, আন্তর্জাতিক অবস্থান ইত্যাদি।

২. এখন বেইজিংয়ে চলছে এনপিসি ও সিপিপিসিসি দু'টি গুরুত্বপূর্ণ অধিবেশন। আপনি অবশ্যই আমাদের অনুষ্ঠান থেকে তথ্য শুনেছেন। এনপিসি'র নতুন গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে কোন কোন বিষয় আপনার মনোযোগ আকর্ষণ করছে।

৩. চীন বাংলাদেশ সম্পর্ক কিভাবে মূল্যায়ন করেন? এ সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়?

৪. চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

Rabisankar Bosu:

১.আপনি আমাদের একজন পুরনো ও নিয়মিত শ্রোতা। চীনেও এসেছিলেন, কেমন লাগে চীন?

আপনি দীর্ঘ দিন ধরে আমাদের অনুষ্ঠান শুনেন, চীনের কোন ধরণের পরিবর্তন লক্ষ্য করছেন?

অর্থনীতি, অবকাঠামো, আন্তর্জাতিক সমাজে চীনের অবস্থানে কোন ধরণের পরিবর্তন লক্ষ্য করছেন?

২. চীন-ভারত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আপনার প্রত্যাশা কী?

৩. এখন চীনে চলছে এনপিসি ও সিপিপিসিসি গুরুত্বপূর্ণ দু'টি অধিবেশন, আপনার কি মনে হয়, চীনের দু'টি অধিবেশনে গৃহীত কোন সিদ্ধান্ত চীনা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনের জন্য কোন তাত্পর্য বহন করে।

বিশেষ করে এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের খসড়া গৃহীত হয়েছে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কী?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040