'অগ্রদূত হতে চাই'
  2018-03-19 09:35:40  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনা নারী কন্ঠশিল্পী চাং লিয়াং ইং'র সঙ্গে পরিচয় করবো। প্রথমে শুনবেন তাঁর কন্ঠে 'অগ্রদূত হতে চাই' নামের গান। চাং লিয়াং ইং ১৯৮৪ সালের ১১ অক্টোবর সিছুয়ান প্রদেশের ছেংতং শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা একাডেমি থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত গজতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ফুল ফুটার কন্ঠ' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। ২০০৬ সালে চাং লিয়াং ইং নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি উত্তর আমেরিকা মহাদেশে নিজের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০০৮ সালে তিনি তখন তত্কালীন চীনা প্রেসিডেন্ট হু চিন থাও'র সঙ্গে জাপান সফর করেন। এখন আমি আপনাদেরকে চাং লিয়াং ই'র কন্ঠে 'স্বপ্নের ক্ষেত্র' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন। ২০০৯ সালে চাং লিয়াং ইং আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের 'দ্য অপ্রাহ উইনফ্রে শো'-তে অংশ নেন। এরপর তিনি নিজের সঙ্গীত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এখন আমি আপনাদেরকে চাং লিয়াং ইং'র কন্ঠে 'মুলান তারকা' নামের গান শোনাবো। বন্ধুরা, শুনছিলেন চাং লিয়াং ইং'র কন্ঠে 'মুলান তারকা' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সূর্যাস্ত সড়ক' নামের গান শোনাবো। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন। বন্ধুরা, শুনছিলেন চাং লিয়াং ইং'র কন্ঠে কয়েক গান। এখন আমি আপনাদেরকে চীনের একজন বিখ্যাত্ লোকগানের নারী কন্ঠশিল্পী চাং ইয়ে'র সঙ্গে পরিচয় করবো। চাং ইয়ে ১৯৮৬ সালের ২৮ মে হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের কনজারভেটিভ অফ মিউজিক থেকে স্নাতক হয়ে ডিগ্রী লাভ করেন। এখন আমি আপনাদেরকে চাং ইয়ে'র কন্ঠে 'সবকিছু হিসাবে শুভেচ্ছা হয়' নামের গান শোনাবো। চাং ইয়ে সোফারো কন্ঠশিল্পী, জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা ও চীনের কনজারভেটিভ অফ মিউজিক-এর যুবক অধ্যাবক। ১৯৯৮ সালে তিনি 'নতুন যুগে প্রবেশ' নামের গান গেয়ে সারা চীনে জনপ্রিয় হন। এখন আমি আপনাদেরকে চাং ইয়ে'র কন্ঠে 'নতুন যুগে প্রবেশ' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন। প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040