প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানালেন পুতিন
  2018-03-17 12:03:57  cri
মার্চ ১৭: চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ (শনিবার) পাঠানো এক অভিনন্দনবাণীতে পুতিন বলেন, "চীনা প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। চীনা জাতীয় গণকংগ্রেসের এই সিদ্ধান্ত থেকে আপনার সমুচ্চ মর্যাদা আবারও প্রমাণিত হল। এটা চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়ন প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশের স্বার্থ রক্ষায় রাখা আপনার অবদানের স্বীকৃতি। আপনার প্রচেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে উন্নীত হয় এবং দুটি বড় দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার দৃষ্টান্তে পরিণত হয়। আপনার সঙ্গে নতুন করে বৈঠকে বসতে পারলে আমি ভীষণ খুশি হব। দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় রাশিয়া-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার হবে—এই বিশ্বাস আমার আছে। এ-সম্পর্ক নিঃসন্দেহে দু'দেশের জনগণের কল্যাণে লাগবে এবং ইউরেশিয়া ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে। আপনার সুস্বাস্থ্য ও সৌভাগ্য এবং প্রেসিডেন্ট পদে আপনার নতুন সাফল্য কামনা করি।" (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040