রাশিয়াকে 'বিষাক্ত গ্যাস প্রয়োগের' ঘটনা ব্যাখ্যা করার অনুরোধ যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স ও ব্রিটেনের
  2018-03-16 18:34:56  cri
মার্চ ১৬: যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স ও ব্রিটেন গতকাল (বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে রাশিয়াকে সাবেক একজন রুশ এজেন্ট ও তাঁর কন্যার ব্রিটেনে 'বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার' ঘটনা ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেল, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরিসা মে বিবৃতিতে রাশিয়াকে 'রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি' লঙ্ঘন করায় নিন্দা জানিয়েছেন। তাঁরা রাশিয়াকে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কাছে সার্বিকভাবে বিষাক্ত গ্যাস নোভিচোক ব্যবহার প্রকল্প ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই দিন রাশিয়া ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডাকেন। বৈঠকে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, রুশ এজেন্ট সার্গেই স্ক্রিপাল ১৯৯৯ সালে রাশিয়ার গোয়েন্দা সংস্থা থেকে অবসর গ্রহণ করেন। ২০০৬ সালে ব্রিটেনের এমআই-সিক্সকে ইউরোপে রুশ এজেন্টদের নামের তালিকা সরবরাহ মামলায় রুশ আদালত তাকে কারাদণ্ড দেয়। ২০১০ সালে রাশিয়া ও যুক্তরাজ্যের এজেন্ট বিনিময়ের মাধ্যমে স্ক্রিপাল মুক্ত হয় এবং ব্রিটেনে বসবাস শুরু করে। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040