ব্রিটেনের হংকং প্রতিবেদন সম্পর্কে হংকংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের অফিস ও হংকং সরকারের সাড়া
  2018-03-16 18:30:03  cri
মার্চ ১৬: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও হংকং সরকারের মুখপাত্র গতকাল (বৃহস্পতিবার) হংকংয়ে সম্প্রতি যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ দফতর প্রকাশিত 'হংকং অর্ধ বার্ষিকী প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

হংকংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হংকং স্বদেশে ফিরে আসার পর 'এক দেশ দুই রাজনৈতিক ব্যবস্থা' ও হংকংয়ের মৌলিক আইন কার্যকর হয়। হংকং অব্যাহতভাবে সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখছে। হংকংয়ের নাগরিকরা ইতিহাসের যেকোন সময়ের চেয়ে আরো ব্যাপক গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা ভোগ করছেন। ব্রিটেন অবশ্যই বিষয়টি স্পষ্টভাবে জানে। হংকংয়ের বিষয় হল চীনের অভ্যন্তরীন ব্যাপার। যেকোন দেশ যেকোন অজুহাতে এখানে হস্তক্ষেপ করতে পারে না। আমরা ব্রিটেনকে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার অনুরোধ জানাই।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মুখপাত্র বলেন, চীনে ফিরে আসার পর হংকং বিশেষ প্রশাসন বরাবরই কঠোর ভাবে মৌলিক আইন অনুযায়ী উচ্চ স্বায়ত্তশাসন বাস্তবায়ন করে আসছে। বিষয়টি আন্তর্জাতিক সমাজও লক্ষ্য করে আসছে। বিদেশী কোন সরকার যেকোন পদ্ধতিতে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040