রাশিয়ার বিরুদ্ধে নতুন দফার শাস্তি আরোপ করবে যুক্তরাষ্ট্র
  2018-03-16 12:35:44  cri
মার্চ ১৬: গতকাল (বৃহস্পতিবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলাসহ বিভিন্ন সাইবার আক্রমণ চালানোর কারণে ৫টি রুশ শিল্পপ্রতিষ্ঠান ও ১৯ জন ব্যক্তির ওপর শাস্তি আরোপ করা হবে।

এদিন মার্কিন অর্থমন্ত্রী স্টেফান মুচিন বলেন, রাশিয়ার ক্ষতিকারক সাইবার আক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে আরো বেশি শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সরকার, যাতে রুশ সরকারি কর্মকর্তা ও একায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানকে মার্কিন আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণে বাধা দেওয়া যায়।

সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় নাম থাকা ব্যক্তি ও রুশ শিল্পপ্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে সম্পত্তি জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকরা তাদের সাথে ব্যবসা করতে পারবে না। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040