২০১৮ সালের আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস বিষয়ক বিশেষ আয়োজন বেইজিংয়ে অনুষ্ঠিত
  2018-03-15 18:31:41  cri

মার্চ ১৫: চীনের ভোক্তা সমিতির উদ্যোগে, পিপলস ডেইলি অন লাইনের সহায়তায় '২০১৮ সালের আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস বিষয়ক বিশেষ আয়োজন' আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের আয়োজনের প্রতিপাদ্য হল 'ভালো গুণগতমানের ভোগ্য পণ্য, সুন্দর জীবন'।

অনুষ্ঠানে চীনের ভোক্তা সমিতি সব দোকানের প্রতি শর্তহীন পণ্য ফেরতের প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানিয়েছে। চীনের নাম করা বিভিন্ন বড় বড় শপিং মল ও শপিং ওয়েবসাইট এতে অংশ নিয়েছে, যাতে ভোক্তাদের অধিকার সুরক্ষা করা যায়।

'চীনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের' ২৫ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে, অনলাইন কেনাকাটার সাত দিনের মধ্যে বিনাশর্তে পণ্য ফেরত দেওয়া যায়। তা ভোক্তাদের বাছাই করার অধিকার, পণ্যের সংশ্লিষ্ট তথ্য জানার অধিকার, ন্যায়সংগতভাবে ভোগ করার অধিকার বাস্তবায়নের জন্য সহায়ক।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040