আজকের টপিক: আন্তর্জাতিক ভোক্তা দিবস
  2018-03-15 14:58:52  cri

প্রতি বছরের ১৫ মার্চ আন্তর্জাতিক ভোক্তা দিবস। দিবসটি ১৯৮৩ সাল থেকে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক ভোক্তা সংস্থা এ দিবসের মূল কর্মসূচি পালন করে। এর উদ্দেশ্য ভোক্তাদের অধিকার রক্ষায় প্রচার বাড়ানো এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের ভোক্তা সংস্থার মধ্যে সহযোগিতা ও বিনিময় জোরদার করা যায়। আজকের টপিক অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক ভোক্তা দিবস নিয়ে আলোচনা করবো।(ওয়াং হাইমান /তৌহিদ )
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040