বিশ্ব বিখ্যাত পদার্থবিদ ও বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন
  2018-03-14 15:59:13  cri

মার্চ ১৪: বিশ্ব বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ ও বিজ্ঞানী স্টিফেন হকিং আজ (বুধবার) মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। হকিংয়ের মৃত্যুর খবরটি তাঁর পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

তাঁর সন্তান লুসি, রবার্ট ও টিম এক বিবৃতিতে বলেন, আমরা খুবই মর্মাহত। আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। বিবৃতিতে হকিংকে একজন মহান বিজ্ঞানী ও অসাধারণ মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর কাজ এবং অবদান অনেক বছর ধরে মানুষ মনে রাখবে।

স্টিভেন হকিংয়ের জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়।

পদার্থ বিজ্ঞানে হকিংয়ের দু'টি অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত। প্রথম জীবনে সতীর্থ রজার পেনরাজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব- কৃষ্ণ গহ্বর-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে কৃষ্ণ গহ্বর থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকরণ এখন হকিং বিকিরণ নামে বা কখনো কখনো বেকেনস্টাইন-হকিং বিকিরণ নামে অভিহিত। প্রায় ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানের চর্চা করেছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040