আন্তর্জাতিক নারী দিবস
  2018-03-14 10:42:26  cri



আজ আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানের শুরুতেই নারীদের এ দিবসের শুভেচ্ছা জানাই! ১৯০৯ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নারীরা সম-অধিকারের দাবিতে আন্দোলন করেন এবং নারী দিবস পালন করেন। তারপর থেকেই অনেক দেশ ও অঞ্চলে এদিন নারী দিবস উদযাপন করা হয়। আজকের অনুষ্ঠানে নারীদের নিয়ে কয়েকটি গান শোনাবো।

১৯০৯ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নারীরা কর্মক্ষেত্রে নিজেদের অধিকার রক্ষার জন্য ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনাই আন্তর্জাতিক নারী দিবসের মূল উত্স। এরপর অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, রাশিয়া, সুইডেনসহ অনেক দেশে এদিন নারীরা সমাবেশ করেন। কাজ, শিক্ষা, সমাজ বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষদের সমান অধিকার দাবি করেন। পুরুষ ও নারীদের মধ্যে সমতা বাস্তবায়নের আহ্বান জানাতে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে সারা পৃথিবীতে দিবসটি ব্যাপকভাবে উদযাপিত হয়। পাশাপাশি কোনো কোনো দেশে নিজস্ব নারী দিবসও রয়েছে। প্রত্যেক নারীর ভেতরেই লুকিয়ে থাকে একজন মা। এই বিশ্বে সন্তানের জন্য মা হলেন সবচেয়ে মহান মানুষ। সন্তান জন্মের সময় প্রত্যেক মা অসহ্য কষ্ট সহ্য করেন। মায়ের কষ্ট-যন্ত্রণা আর নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে আমরা বড় হই। পরিবার ও সমাজে একজন মায়ের ভূমিকা অপরিহার্য। অনেক মেয়ে মা হবার জন্য নিজের ক্যারিয়ার, চাকরি ও স্বপ্ন ত্যাগ করেন। তাই নারী দিবসে বিশ্বের সব মাকে বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানাই।

চীনে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত। নারী অর্ধেক আকাশ ধরে রাখেন। কথাটি বলেছেন চীনের বিখ্যাত নেতা মাও সে তোং। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি বাড়তে থাকে। দেশের দ্রুত উন্নয়নে তাদের অবদান জোরালো হয়। পরিবারের বাইরে নারীদের গুরুত্ব সবাই বুঝতে পারে। চীনা ভাষায় সেসব কর্মঠ ও শক্তিশালী নারীদের 'ইস্পাতের গোলাপ' বলা হয়। এখন শুনুন চীনা গান 'গোলাপ'।  

বিশ্ব এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে। প্রাচীনকালে নারীরা ঘরের বাইরে যেতো না। এখন আর সেদিন নেই। নারীরা এখন ঘরের বাইরে বিভিন্ন কাজ করে। তারা এখন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। নারীরা আজ প্রমাণ করেছে যে, তারাও পুরুষদের মতো অনেক কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে তারা পুরুষদের চেয়েও শ্রেষ্ঠ। তাদের দেখে অনুপ্রাণিত হয় অন্যান্য নারী। আমরা নারীদের প্রশংসা করি শুধু সন্তান ও পরিবারের দেখাশোনার জন্যই নয়, বরং তাদের নিজের অসাধারণ ক্ষমতা ও ব্যক্তিত্বের জন্য।

প্রতিটি মেয়ে ছোটবেলায় রূপকথার গল্প শুনেছে এবং নিজেকে রাজকুমারী হিসেবে কল্পনা করেছে। বড় হওয়ার পর বুঝতে পেরেছে যে, রূপকথা আর বাস্তবতা অনেক ভিন্ন! রূপকথা শুধুই কল্পনা। তবে আমাদের প্রত্যেকের মনেই এক সুন্দরী ও চমত্কার নারীর স্বপ্ন লুকিয়ে থাকে। আসলে ছোটবেলার 'রাজকুমারী স্বপ্ন' পূরণ হতে পারে তখনই, যখন মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়া যায় এবং নিজের চেষ্টার মাধ্যমে একজন চমত্কার মানুষে পরিণত হওয়া যায়।

কেউ কেউ বলে বর্তমান সময় হলো 'রূপ-দেখা' যুগ। টিভি, বিজ্ঞাপন, পত্রিকা, ইন্টারনেট.....প্রায় সবখানেই সুন্দর রূপের প্রশংসা, বিশেষ করে মেয়েদের। অনেক মেয়ে নিজের রূপ-সৌন্দর্য দিয়ে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। 'দেবী' গানটিতে নারীদের এমন চিন্তার বিপরীত ধারণা প্রকাশ করা হয়েছে। যে জিনিস মানুষের নজর কাড়ে, সম্মান অর্জন করে তা রূপ নয়। ধীরে ধীরে নিজেকে উন্নত করলে প্রতিটি মেয়ে দেবী হতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরেকটি চীনা গান 'হাতের সূর্য' শুনবো। আশা করি প্রত্যেক নারী জীবনে সুখী হবেন এবং নিজের ক্ষমতা, দক্ষতা ও অভ্যন্তরীণ সৌন্দর্য দিয়ে নিজেকে আলোকিত করবেন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040