সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2018-03-13 18:59:01  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে ৫০০ একর জমি বরাদ্দ দেয়ারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা, সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি ও এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়। নেপালে বিমান দুর্ঘটনার কারণে সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার বিকালে দেশে ফিরে আসার কথা প্রধানমন্ত্রীর।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040