নেপালে বাংলাদেশি বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০
  2018-03-13 18:56:14  cri
নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। বিমানের আহত পাইলট আবিদ সুলতান মঙ্গলবার সকালে কাঠমান্ডুর হাসপাতালে মারা গেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ৫০ জনের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। বিধ্বস্ত উড়োজাহাজের যে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে পাইলট আবিদসহ ৯ জন বাংলাদেশি। হতাহতদের সনাক্ত করতে তাদের স্বজনেরা মঙ্গলবার সকালে কাঠমান্ডু গেছেন। এদিকে, দুর্ঘটনার জন্য ইউএস বাংলা এবং ত্রিভুবন বিমান বন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোল পরস্পরকে দায়ী করছে। পরিস্থিতি সরেজমিন দেখতে নেপাল গেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী শাজাহান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040