বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য নেপাল সরকারের শোক প্রকাশ
  2018-03-13 15:45:46  cri
মার্চ ১৩: নেপাল সময় গতকাল (সোমবার) দুপুর ২টা ২০ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর বিধ্বস্ত হয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিমানে মোট ৭১ জন যাত্রী ছিল, দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। নিহতের মধ্যে একজন চীনা নাগরিক আছেন। নেপাল সরকার এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

নেপালে চীনের দূতাবাস সংশ্লিষ্ট তথ্য সংগ্রহে আকস্মিক ঘটনা মোকাবিলার ব্যবস্থা জারি করেছে এবং ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছে। চীনা দূতাবাস জরুরীভাবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040