এনপিসি প্রতিনিধি, নানস্যুয়ান গোষ্ঠীর চেয়ারম্যান, হংকং শিল্প ও বাণিজ্য সমিতির চেয়ারম্যান ওয়াং থিং ছং বলেন, এ এলাকার স্থল, সমুদ্র ও বিমান পরিবহনের অবকাঠামো উন্নত। কেন্দ্রীয় সরকার এলাকার নির্মাণের ওপর বেশি গুরুত্ব দেয়। আমি আশা করি, হংকং ও ম্যাকাও'র নাগরিকদের পুনর্বার মূল ভূভাগের নাগরিক আইডি কার্ড ব্যবস্থায় সংযুক্ত করা হবে, যাতে হংকং ও ম্যাকাও'র মানুষের জন্য মূল ভূভাগে প্রতিষ্ঠান গড়ে তোলা ও কাজ করা সহজতর হয়। কর হিসাবের পদ্ধতি আরো সহজতর করা ও বিশ্ববিখ্যাত্ বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ করে এলাকায় শাখা বিশ্ববিদ্যাল নির্মাণ করা হবে।
(ছাই/মহসীন)