এ বছর ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ এবং শ্রমিকশ্রেণীর কর হ্রাস করবে চীন
  2018-03-13 15:39:20  cri
মার্চ ১৩: সম্প্রতি চীন সরকার কর হ্রাসের ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে, যাতে কার্যকরভাবে অর্থনীতির উন্নয়ন সুষ্ঠু ও স্থিতিশীলভাবে ত্বরান্বিত করা যায়।

চীনা জাতীয় রাজস্ব বোর্ডের মহাপরিচালক ওয়াং জুন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীন সরকারের কার্যবিরবণীতে কর সম্পর্কিত বিষয় ৩১টি। এর মধ্যে এ বছরের মধ্যে কর হ্রাস করার ব্যবস্থা হবে ১৮টিতে। এটি হল ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক কর হ্রাস। চীনের সকল নাগরিক ও প্রতিষ্ঠান এ ১৮টি ব্যবস্থায় উপকৃত হবে। এছাড়াও চীন প্রধানত উত্পাদন শিল্প ও পরিবহন শিল্পে কর হ্রাস করবে, যাতে অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ত্বরান্বিত করা যায়। প্রধানত, ক্ষুদ্র ও মধ্যম প্রতিষ্ঠান এবং শ্রমিকশ্রেণীর কর হ্রাস করা হবে, যাতে জনসাধারণের সাচ্ছন্দ বাড়ানো, প্রতিষ্ঠান গড়ে তোলা, ভোক্তা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করা যায়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040