৩৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশের জনপ্রিয় নাট্যসংগঠন ঢাকা পদাতিক
  2018-03-13 15:28:07  cri

৩৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে ৯দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা পদাতিক। ৯ মার্চ শুরু হওয়া এ উৎসব চলবে ১৬ মার্চ পর্যন্ত । উৎসবে প্রদর্শিত হবে ৯টি নাটক।

জিনিয়া- শুক্রবার সন্ধ্যায় উদযাপনীর অনুষ্ঠানের সুচনায় ঢাকা পদাতিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ বলেন, নাটক অবশ্যই বিনোদনের, তবে তাঁরা নাটকে শুধু বিনোদন দিতে চাননি। নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখতে চেয়েছেন তাঁরা।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ঢাকা পদাতিকের নতুন নাটক 'ট্রায়াল অব সূর্য সেন'। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় নাটকটি তাদের ৩৮তম প্রযোজনা।

মহসীন- উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় 'একশ বস্তা চাল', পশ্চিমবঙ্গের নাট্যদল কল্যানী নাট্যচর্চা কেন্দ্রের 'ধ্রুবপুত্র', ঢাকা পদাতিকের 'হেফাজত', 'কথা ৭১', পশ্চিমবঙ্গের বহরমপুরের নাট্যদল ঋত্বিক-এর 'আদি রাজা', প্রাচ্যনাটের 'কিনু কাহারের থেটার', ঢাকা পদাতিকের 'পাইচো চোরের কিচ্ছা' এবং লোকনাট্যদল, সিদ্ধেশ্বরীর প্রযোজনায় 'কঞ্জুস'প্রদর্শিত হবে।

নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মহীয়সী নারীকে সম্মাননা জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে ষষ্ঠবারের মতো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয় 'জয়া আলোকিত নারী সম্মাননা-২০১৮'।

সম্মাননা পেয়েছেন চিকিৎসাসেবায় অধ্যাপক ডা. সায়েবা আক্তার, সংগীতে শাহীন সামাদ, সাহিত্যে রুবী রহমান, সমাজসেবায় অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিল্পকলায় সুচিশিল্পী মৌলুদা খানম, নারীর ক্ষমতায়নে পারভীন মাহমুদ এফসিএ, চ্যালেঞ্জিং পেশায় নাসরিন সুলতানা এবং ক্রীড়ায় আঁখি খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সুইডিশ অ্যাম্বাসেডর চারলোত্তা স্লাইডার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনিসহ অনেকে। অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেন আলোকিত নারী সম্মাননা।

'জয়া আলোকিত নারী-২০১৮' অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন বরেণ্য কণ্ঠশিল্পী আবিদা সুলতানা।

মুক্তি পেয়েছে অমর্ত্য সেন'কে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র 'দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান

নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন'কে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র 'দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান' অবশেষে মুক্তি পেয়েছে। গত ৯ মার্চ বহুল আলোচিত এই প্রামাণ্যচিত্রটি মুক্তি পায়।

কলকাতার সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনে ছবিটি জমা দেওয়ার পর তাঁরা জানিয়েছিল ছয়টি শব্দ ছবিটি থেকে ছেঁটে ফেললে তবেই মিলবে সনদপত্র ।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, সিবিএফসি'র মুম্বাই অফিসে প্রামাণ্যচিত্রটি জমা দিলে শেষ পর্যন্ত একটি শব্দ 'গুজরাট'-এর উপর 'বিপ' বসানোতেই ছাড়পত্র মেলে ।

প্রাথমিক ভাবে কলকাতার সেন্সর বোর্ড থেকে পরিচালক সুজয় ঘোষকে জানিয়েছিল, ছবি থেকে 'গুজরাট', 'ইন ইন্ডিয়া', 'হিন্দু', 'কাউ', 'দিজ ডেইজ' এবং 'হিন্দুত্ব' শব্দগুলি বাদ দিতে হবে বা 'মিউট' করতে হবে, নইলে এই শব্দগুলি দেশের ভাবমূর্তি নষ্ট করবে ।

পরিচালক সুজয় ঘোষ জানিয়েছিলেন তিনি একটি শব্দও বাদ দেবেন না।

২০০২ সালে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল । ভারত, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় ১৫ বছর ধরে কাজ করে অবশেষে ২০১৭ তে প্রামান্যচিত্রটির কাজ শেষ হয় ।

অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং তার খ্যাতিমান ছাত্র কৌশিক বসুর এক ঘন্টার সাক্ষাতকার এই প্রামান্যচিত্রটিতে দেখা যাবে ।

বলিউডের আরও এক সিনেমা 'হিন্দি মিডিয়াম' চীনে মুক্তি পাচ্ছে আগামী ৪ এপ্রিল ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আমির খান অভিনীত 'সিক্রেট সুপারস্টার' এবং সালমান খান অভিনীত 'বজরাঙ্গি ভাইজান'-এর পর চলতি বছরে তৃতীয় ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইরফান খান অভিনীত 'হিন্দি মিডিয়াম' মুক্তি পাচ্ছে চীনে ।

ভারতে ২০১৭'র মে মাসে মুক্তিপ্রাপ্ত 'হিন্দি মিডিয়াম' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' জিতেছিল । এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইরফান খান পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' ।

চীনে আমির খানের 'দঙ্গল' সাফল্য লাভ করার পর, এবছর ১৯ জানুয়ারি মুক্তি পায় জায়রা ওয়াসিম এবং আমির খান অভিনীত 'সিক্রেট সুপারস্টার' । এই ছবি চীনে ২০০ কোটি রুপির উপর ব্যবসা করে ।

চলতি বছরের ২ মার্চ চীনে মুক্তি পায় সালমানের 'বজরাঙ্গি ভাইজান' । এই ছবিটিও ইতিমধ্যেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ।

এখন দেখার, ২০১৫ সালের মালয়ালাম সিনেমা 'সল্ট ম্যাঙ্গো ট্রি'র রিমেইক সাকেত চৌধুরি পরিচালিত 'হিন্দি মিডিয়াম' চীনে কেমন সাড়া পায় ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040