চীনের জাতীয় মার্শাল আর্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক খাং কে উ থাইজি ভক্তদের কাছে থাইজি সংস্কৃতি, উত্স, উন্নয়ন ও যুগের মূল্য ব্যাখ্যা করেছেন। জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রকল্পের ছেন-শৈলী থাইজি উত্তরাধিকারী সাহেব ছেন সিয়াও ওয়াং, ছেন-শৈলী থাইজির ১২তম উত্তরাধিকারী সাহেব ওয়া চান হাই, আন্তর্জাতিক ইয়াং-শৈলী থাইজি কমিটির চেয়ারম্যান সাহেব ইয়াং চুনসহ বিভিন্ন অতিথি পার্ফম করেন এবং ভক্তদের প্রশ্ন উত্তর দেন।
এদিন সন্ধ্যায় এক নৈশ ভোজে হাঙ্গেরিয়ে চীনের দূতাবাসের কনস্যুলার বিভাগের পরিচালক লি খে চেন বলেছেন, হাঙ্গেরি হলো 'এক অঞ্চল, এক পথ'র পশ্চিম লাইন পর্বের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এবার 'এক অঞ্চল, এক পথ' থাইজি সংস্কৃতি বিশ্বের সফর দানিউব নদীতে থাইজি নিয়ে এনে এসে। যাতে হাঙ্গেরি জনগণ থাইজি'র মোহিনীশক্তি অনুভব করতে পারেন, ব্রড এবং গভীর চীনা সংস্কৃতি উপভোগ করতে পারেন। দু'দেশের মার্শাল আর্ট মহলের ব্যক্তিদের একে অপরের কাছ থেকে মিলিত শিখার প্রক্রিয়ায় মৈত্রী গভীর হবে। তিনি আশা করেন, চীন-হাঙ্গেরি মার্শাল আর্ট মহলের মধ্যে বিনিময় জোরদার করবে, যাতে আরো বেশী বিদেশী চীনা এবং হাঙ্গেরীয় বন্ধুরা থাইজি জানবেন, চর্চা করতে অংশ নেবেন।
'এক অঞ্চল, এক পথ' চীনা থাইজি সংস্কৃতি বিষয়ক ধারাবাহিক তত্পরতার লক্ষ্য হলো 'চীনা সভ্যতা এগিয়ে নিয়ে যান, থাইজি সংস্কৃতি ছড়িয়ে দেন'। থাইজি সংস্কৃতি মিডিয়া হিসেবে, 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক প্ল্যাটর্ফম ও চ্যানেল হিসেবে চীনের সাংস্কৃতিক নরম শক্তি বিস্তার করবে। চলতি বছরের শেষ দিকে চীনের সেনজেন শহরে 'এক অঞ্চল, এক পথ' চীনা থাইজি সাংস্কৃতিক আন্তর্জাতিক সপ্তাহ শিরোনামে একটি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
'এক অঞ্চল, এক পথ' চীনা থাইজি সংস্কৃতি বিষয়ক ধারাবাহিক তত্পরতার শেষ স্টপ হলো হাঙ্গেরি। এর আগে জার্মানীর বার্লিন, ইতালির ভেনিস এবং অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় সফরের পর 'এক অঞ্চল, এক পথ' থাইজি সংস্কৃতি বিশ্বের সফর এশিয়া ও আমেরিকায় যাবে।
এবারে <সবচেয়ে সাহসী ছেলে>(the bravest boy i know) অডিও বই বেইজিংয়ে প্রকাশিত শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।
প্রতি বছরের ১ মার্চ বিশ্ব 'জিরো বৈষম্য দিন' নির্ধারন করে ইউএনএইডস।
পঞ্চম বিশ্ব 'জিরো বৈষম্য দিন' স্মৃতিরক্ষা করা এবং এইডস-এর বিরুদ্ধে জনগণের পক্ষপাতিত্ব দূর করার জন্য চীনে ইউএনএইডস-এর প্রতিনিধি অফিস ৬ মার্চ বেইজিংয়ের ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রে <সবচেয়ে সাহসী ছেলে>(the bravest boy i know) অডিও বই প্রকাশ করেছে। চীনের এডস ও এসটিডি কন্ট্রোল সেন্টার, চীন রেড রিবন ফাউন্ডেশন, চীনে ফ্রান্সের দূতাবাস, অ-সরকারী সংস্থাগুলি এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিনিধি এবার ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
<সবচেয়ে সাহসী ছেলে> অডিও বইয়ে ৮ বছর বয়েসী এইচআইভি আক্রান্ত ছেলে সিয়াও মিং এবং তার ভাল বন্ধু সিয়াও লি'র মধ্যে একটি উষ্ণ হৃদয় গল্প রেকর্ড করা হয়। এ অডিও বইয়ের প্রধান লক্ষ্য হলো পাঠকদের জানায় যে এইচআইভি আক্রান্ত শিশু অন্য অন্যান্য শিশুদের মধ্যে কোন পার্থক্য নেই। একটি বৈষম্য-ফ্রী জীবনে থাকে তাদের অধিকার। সময়মত ও কার্যকরী চিকিত্সা গ্রহণ করা এবং পরিবার, বন্ধু ও সমাজের সমর্থন লাভ করলে অন্য শিশুদের মত একটি সাধারণ ও আনন্দিত কৈশোর কাটিয়ে পারবে।
এদিন অনুষ্ঠানে চীনে জাতিসংঘের সমন্বয়কারী ব্যক্তি নিকোলাস রোসেলিনি এক ভাষণে বলেন, বৈষম্য-ফ্রী একটি মানব অধিকার। প্রতি লোক একটি সমান পরিবেশে কাটানোর অধিকার আছে, একই সঙ্গে অন্যান্যকে বৈষম্য না করে প্রতি লোকের আইনগত বাধ্যবাধকতা। অর্থনীতি, সমাজ ও সারা বিশ্বের ভবিষ্যতের ক্ষয়ক্ষতি ঘটাবে বৈষম্য। বৈষম্য থাকলে একটি সুষম সমাজ প্রতিষ্ঠা করতে পারবে না; সমৃদ্ধ অর্থনীতি লাভ করতে পারবে না। সবাইকে উত্সাহ দিয়ে 'জিরো বৈষম্য'-এ সমর্থন দেবে। চলতি বছরের 'জিরো বৈষম্য দিন'-এর প্রতিবাদ্য হলো দৈনন্দিন জীবনে কোথায় বৈষম্য থাকে, সেখানে লোকেরা ব্যবস্থা নিয়ে বৈষম্য শেষ করবে।
<সবচেয়ে সাহসী ছেলে>-এর লেখক হলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পী সুজান রিম(Sujean Rim)। ২০১৪ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কান কি-মুন, ইউএনএইডস-এর পরিকল্পনা বিভাগের নির্বাহী পরিচালক মিশেল সিডিব দু'জনের যৌথ স্বচক্ষে এ বইটির ইংরেজি ও ফরাসি ভাষা সংস্করণ আনুষ্ঠানিক প্রকাশিত হয়েছে। চীনা ভাষা সংস্করণটি ২০১৭ সালের শেষে প্রকাশিত হয়েছে। চলতি মার্চ মাসে, ইউএনএইডস-এর পরিকল্পনা বিভাগের উদ্যোগে <সবচেয়ে সাহসী ছেলে> বইয়ের জন্য অডিও রেকর্ড করে। আশা করে স্বরের শক্তির মাধ্যমে আরো বেশি পাঠকদের মুগ্ধ করবে।
চীনের এইডস ও এসটিডি প্রতিরোধ এসোসিয়েশনের উপ-সচিব সেন চিয়ে ৬ মার্চ বই-প্রকাশ অনুষ্ঠানে পরিচয় করিয়ে বলেন, তার এসোসিয়েশন বরাবরই দেশি-বিদেশী সরকার, সমাজ ও কমিউনিটি সংগঠনের এইডস প্রতিরোধ কাজ উত্সর্গ করছে। ধারাবাহিক এডভোকেসি কার্যক্রমের মাধ্যমে মানুষের এইডস-এর সঠিক বোঝার প্রচার করছে, যাতে এইডস রোগের ভাইরাস বহনকারী একটি উন্নত সামাজিক পরিবেশে থাকতে পারবে। তিনি আরো বলেন,
"আমি বিশ্বাস করি, দেশ ও সমাজের অগ্রগতির সাথে মানুষের চিন্তার স্তরও উন্নয়ন হয়েছে, মানুষের মধ্যে বৈষম্যের সমস্যা ক্রমাগত উন্নত হবে।"
এবারে '<চীনা আধুনিক নারী শিল্পী কর্ম প্রদর্শনী> বার্লিনে অনুষ্ঠিত' শিরোনামে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক খবর।
'আন্তর্জাতিক নারী দিবস' স্বাগত জানানোর জন্য 'চীনা আধুনিক নারী শিল্পী কর্ম প্রদর্শনী' ৬ মার্চ জার্মানীর বার্লিনের চীনা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১০০জন চীনা ও জার্মান অতিথি উপস্থিত ছিলেন।
এবার প্রদর্শনীতে ৯জন চীনা আধুনিক নারী শিল্পী জার্মানীতে সৃষ্টি ৫০টিরও বেশী চিত্রকর্ম প্রদর্শিত হয়।