আইন প্রণয়ন ও তত্ত্বাবধান সংক্রান্ত কার্যক্রম নিয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
  2018-03-13 15:09:04  cri
মার্চ ১৩: গতকাল (সোমবার) চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন নিয়ে দুটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে গণকংগ্রেসের সংশ্লিষ্ট বিভাগের আইন প্রণয়ন ও তত্ত্বাবধান সংক্রান্ত কার্যক্রম নিয়ে দেশি-বিদেশি সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। সুপ্রিয় শ্রোতা, আজকের সংবাদ পর্যালোচনায় এ সম্পর্কিত একটি প্রতিবেদন শুনবেন। পরিবেশন করছি ওয়াং তান হোং রুবি।

গত বছর শীতকাল থেকে সবাই উপলব্ধি করেছেন যে, উত্তর চীনে ঘন কুয়াশা কম দেখা যাচ্ছে। আগের চেয়ে বেশি দূষণমুক্ত নীল আকাশ দেখা যাচ্ছে। গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে দূষণমুক্তির অভিযান সম্পর্কে সংবাদিকদের প্রশ্নের উত্তরে চীনের জাতীয় গণকংগ্রেসের পরিবেশ ও সম্পদ সুরক্ষা কমিশনের সদস্য ল্যু ছাই সিয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরিবেশগত সভ্যতা নির্মাণে দ্বাদশ জাতীয় গণকংগ্রেস জনকল্যাণের ভিত্তিতে চীনের বায়ু ও পানিসহ প্রাকৃতিক সম্পদের নানা সমস্যা সমাধান করে আসছে। তিনি বলেন,

'আমরা পরিবেশ সুরক্ষা আইন, জীবজন্তু সুরক্ষা আইন, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা আইন, বায়ুদূষণ প্রতিরোধমূলক আইন, পানিদূষণ প্রতিরোধমূলক আইনসহ নানা আইন সংশোধন করেছি। জনসাধারণ বিশুদ্ধ বায়ু ও পানীয় জলের ওপর গুরুত্ব দেন, আমরা সে বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেছি। এ ছাড়া পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ প্রতিরোধ ও মোকাবিলা, পানিদূষণ প্রতিরোধ ও মোকাবিলাসহ নানা আইনগত কাজ জোরালো করা হয়েছে এবং আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইন প্রণয়নের পাশাপাশি তত্ত্বাবধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ টানা ৫ বছর গবেষণা ও জরিপসহ নানা পদ্ধতিতে তত্ত্বাবধানের কাজ জোরদার করেছে। এ প্রসঙ্গে পরিবেশ ও সম্পদ সুরক্ষা কমিশনের উপমহাপরিচালক ইউয়ান সি বলেন,

'এক কথায়, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি ও পরিবেশ ও সম্পদ সুরক্ষা কমিশন অগ্রগতি অর্জন করেছে। অব্যাহতভাবে বায়ুদূষণ প্রতিরোধ ও মোকাবিলার কাজ জোরদার করা হয়েছে। তাই বিগত সময়ে নীল আকাশ বেশি দেখা গেছে। এটি আমাদের সদিচ্ছা। টানা ৫ বছর অব্যাহত জরিপ ও গবেষণার পর বেইজিং, থিয়েনচিন ও হ্যপেই'র সমন্বিত উন্নয়ন এবং বায়ুদূষণ প্রতিরোধ ও মোকাবিলাসহ নানা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

২০২০ সাল পর্যন্ত কর খাতে আইন প্রণয়নের পর আর মাত্র দুই বছর বাকি। চলমান দুটি অধিবেশনের শুরু থেকে এ বিষয়ে উত্তপ্ত আলোচনা চলছে। বর্তমান চীনে ১৮টি কর আদায় খাতের মধ্যে ৬টি খাতে আইন অনুযায়ী কর আদায় করা হচ্ছে। গত ৫ বছরে দ্বাদশ জাতীয় গণকংগ্রেস পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কর আদায় আইন, তামাক পাতা সংক্রান্ত কর আদায় আইন, জাহাজের দূষণ সংক্রান্ত কর আদায় আইন প্রণয়ন করেছে এবং শিল্পপ্রতিষ্ঠানের আয় সংক্রান্ত কর আদায় আইন সংশোধন করেছে। অন্য ১২টি কর রাষ্ট্রীয় পরিষদের নীতিমালা অনুযায়ী আদায় করা হচ্ছে। এ প্রসঙ্গে চীনের জাতীয় গণকংগ্রেসের অর্থ ও অর্থনীতিবিষয়ক কমিশনের উপমহাপরিচালক উ রিথু বলেন, আইন অনুযায়ী কর আদায় করার নীতি বাস্তবায়ন করা সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে নির্ধারণ করা হয়েছে। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি সংশ্লিষ্ট বিভাগকে সে বিষয়ে আইন প্রণয়ন করার তাগিদ দিচ্ছে, যাতে সময়ের মতো আইনানুগভাবে কর আদায়ের কাজ বাস্তবায়িত হয়।

গত ৫ বছরে আইন প্রণয়নের কাজ সারসংকলন করে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাং ত্য চিয়াং বলেন, আইন প্রণয়নের সংখ্যা অনেক বেশি, আইন অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো অগ্রগতি অর্জিত হয়েছে। সংবিধানকে কেন্দ্র করে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা সুবিন্যস্ত হয়েছে। সিভিল আইনের সাধারণ নীতিমালা গৃহীত হওয়ায় চীনের বৈচিত্র্যময় ও জনসাধারণের সদিচ্ছা প্রতিফলিত হয়েছে যা সিভিল আইন প্রণয়নে দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040