হিংসাত্মক ঘটনায় জড়িত ২৩০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীলংকা
  2018-03-13 11:06:51  cri
মার্চ ১৩: গতকাল (সোমবার) শ্রীলংকার পুলিশ জানিয়েছে, দেশের ক্যান্ডির এলাকায় সংগঠিত হিংসাত্মক ঘটনার সুযোগ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ করা ও হিংসাত্মক সংঘর্ষে জড়িত ২৩০ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, এ ঘটনায় ৩ জন নিহত ও ৪০০টিরও বেশি বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় অঞ্চলের সিংহলি ও মুসলমানদের মধ্যে সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটে। তারপর ৬ মার্চ থেকে দেশটিতে এক সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040