হুনান প্রদেশের প্রতিনিধি দলের সভায় লি খ্য ছিয়াং বলেন, আঞ্চলিক উন্নয়নের ভারসাম্যহীনতা আর অসম্পূর্ণ সমস্যার সমাধানে মনোযোগ দিতে হবে হুনান প্রদেশকে। বৈদেশিক উন্মুক্তকরণ ও সংস্কারে অবিচল থেকে নব্যতাপ্রবর্তনের জন্য সহায়ক আইনগত প্রশাসন ও ন্যায়সঙ্গত ও সুবিধাজনক ব্যবসার পরিবেশ তৈরি করা উচিত। 'ইন্টারনেট প্লাস'-এর মধ্য দিয়ে আরো বেশি দক্ষ ব্যক্তি প্রশিক্ষণ দেওয়া, কৃষিজাত পণ্যদ্রব্যের ব্যবসা সম্প্রসারণ করা আর গ্রাম ও শহরাঞ্চলের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী লি।
চিলিন প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনা সভায় সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি চান শু বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিং এনপিসি'র ব্যবস্থা ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, নতুন যুগে এনপিসি'র কর্মের দিক নির্ধারিত হয়েছে। ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা ও সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাব ভালভাবে বাস্তবায়ন করা। চিলিন প্রদেশের পৌর সরকারকে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলে গুণগতমান ও শ্রেষ্ঠ কাঠামোগত উন্নয়ন পথের বাস্তবায়নে প্রচেষ্টা চালাতে হবে।
চীনা উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং সিনচিয়াং প্রতিনিধি দলের সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, নতুন যুগে সিনচিয়াংয়ের বিভিন্ন উন্নয়নের কাজ সম্পন্ন করতে চাইলে বিভিন্ন জাতির সুষম সহাবস্থান ও সংমিশ্রণ বাস্তবায়ন করতে হবে, চীনা জাতির অভিন্ন কমিউনিটির চেতনা জোরদার করতে হবে এবং ঐক্যবদ্ধ, সুষম, সমৃদ্ধ, সভ্য ও আরামদায়ক সুখী জীবনের সিনচিয়াং গড়ে তুলতে হবে।
তাছাড়া, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সম্পাদক ওয়াং হু নিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাও লে চি ও হান চেং আলাদা আলাদাভাবে ছিংহাই প্রতিনিধি দল,কানসু প্রতিনিধি দল ও হাইনান প্রতিনিধি দলের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন এবং স্থানীয় অঞ্চলের শিল্পোন্নত, নির্দিষ্ট দারিদ্র্য বিমোচন, শৃঙ্খলা তদারকি আর অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। (সুবর্ণা/টুটুল)