নেপালে বিমান বিধ্বস্তে নিহত ৪৯, এক চীনা যাত্রীর অবস্থা এখনো জানা যায়নি
  2018-03-13 10:15:55  cri
মার্চ ১৩: গতকাল (সোমবার) বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে নেপালগামী একটি ফ্লাইট রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে এতে অগ্নিকাণ্ড ঘটে। নেপালি তথ্যমাধ্যমের খবরে জানা গেছে, এ পর্যন্ত ৪৯জন দুর্ঘটনায় নিহত হয়েছে। ২২জন আহত ব্যক্তির চিকিত্সা চলছে স্থানীয় হাসপাতালে। আংশিক আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর। বিধ্বস্ত বিমানে এক চীনা যাত্রীর অবস্থা এখনো জানা যায়নি।

বিধ্বস্ত হওয়া ফ্লাইট ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ ৮-কিউ৪০০। বিমাটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। এতে ২৮জন নারী ও দু'টি শিশু ছিলো।

নেপালে নিযুক্ত চীনা দূতাবাস বহু চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছে, যাত্রীদের মধ্যে একজন চীনা নাগরিকও ছিলেন। তবে তার নির্দিষ্ট অবস্থা এখনো জানা যায় নি। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য দূতাবাস একটার পর একটা স্থানীয় হাসপাতালে যোগাযোগ রাখছে।

প্রেমা/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040