কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৮
  2018-03-12 19:29:19  cri

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্র্যু নিয়ে বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডু যায়। দুপুর আড়াইটার দিকে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণে সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশে একটি ফুটবল মাঠে গিয়ে পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে ৩৩ জন নেপালি, ৩২ জন বাংলাদেশি ও একজন করে চীন ও মালদ্বীপের। সন্ধ্যা সাড়ে ৫টায় এ খবর লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040